পাতা:আনবারশোহেলি.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

С е আনবারশোহেলি । श्राहब जबू" श्राभाद्र উপযুক্ত নয়, আর আমার অন্তঃকরণে যে সকল উপস্থিত হয় তাঁহা কহ যায় না। অনন্তর চীল যখন জ্ঞাত হইল যে সকলেই স্বজাতীয় স্বভাব প্রাপ্ত হয়, তখন আপনাকে এসব কথা হইতে অন্তর করিয়া কহিলেক যে আমি যাহ। কহিতেছি সে ধৈর্য্যের কথা, আর তুমি যাহা কহিতেছ সে লোভের কথা, কিন্তু লোভী চিরকাল নিরাশ থাকে এবং যে পর্যন্ত কেছ ধৈর্য্য না করে তদবধি তাহার সুখানুভব হয় না, ও তুমি ধৈর্য্যর প্রশংস। কিছুই কর না একারণ ঐশ্বর্যের মহত্ত্বও কিছু জ্ঞাত নছ । আমি ভয় করি যে ঐ লোভী মাজারকে যাহা ঘটিয়াছিল পাছে তোমারও সেই ৰূপ ঘটে, পরে বাজশাবক কহিলেক যে সে কি প্রকার । অনন্তর চীল কহিতে লাগিল যে পূর্বকালে অতি দুঃখি এক বৃদ্ধ। স্ত্রী ছিল মূশ্বের অন্তঃকরণের ন্যায় ও কৃপণের গোরের ন্যায়. অন্ধকার এক কুটার তাহার ছিল। ঐ বৃদ্ধ স্ত্রীর একটা বিড়াল থাকিত, ঐ বিড়াল পিষ্টকের মুখও কখন দেখে নাই, আর তাছার বন্ধ, কিম্বা অন্যের মুখেও কখন যব মণ্ডের কথাও শুনে নাই কিন্তু কখনং মূষিক গর্ত্তের আঘাণ লুইত, কিম্ব মৃত্তিকার উপর মূষিক পদের চিহ্ন দেখিয়া ধৈর্য্যাবলম্বন করিয়া থাকিত, যদ্যপি সৌভাগ্যক্রমে কখন একট। আখু তাছার হস্তগত হইত, তবে স্বর্ণ সমূহ পাইলে দরিদ্র যাদৃশ আছাদিত হয়, তাদৃশ হৃষ্ট হইয়।