পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৵৹

উপালি

 এই পুরীতে আজ একা কেবল তুমিই জেগে?

নটী

 রাজকন্যারা সকলেই ঘুমিয়ে আছেন।

উপালি

 ভগবান বুদ্ধের নামে ভিক্ষা চাই।

নটী

 প্রভু অনুমতি করুন, রাজকন্যাদের ডেকে আনি।

উপালি

 আজ তোমারই কাছে ভিক্ষা জানাতে এসেছি।

নটী

 আমি যে অভাগী। প্রভুর ভিক্ষাপাত্রে আমার কুণ্ঠিত হবে। কী দেবে। অনুমতি করুন।

উপালি

 তোমার যা শ্রেষ্ঠ দান।

নটী

 আমার মধ্যে শ্রেষ্ঠ কী সে তো আমি জানিনে।

উপালি

 না, ভগবান তোমাকে দয়া করেছেন, তিনি জানে