পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২
নটীর পূজা

 হয় এর সঙ্গে জাতিতে বিশেষ প্রভেদ নেই। নইলে এত মমতা কেন।

ভিক্ষুণী

 সে-কথা সত্য। রাজপিতা বিম্বিসার রাজগৃহ-নগরীর নির্জনবাস থেকে স্বয়ং আজ এসে ব্রতপালন করবেন। তাঁকে সংবর্ধন করে আনি গে।

প্রস্থান

অজিতা

 কোথায় চলেছ শ্রীমতী।

শ্রীমতী

 অশোকবনের আসনবেদি ধৌত করতে যাব।

মালতী

 দিদি আমাকে সঙ্গে নিয়ো।

নন্দা

 আমিও যাব।

অজিতা

 ভাবছি গেলে হয়।

বাসবী

 আমিও দেখি গে, তোমাদের অনুষ্ঠানটা কী রকম।