পাতা:নটীর পূজা - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নটীর পূজা
২১

মালতী

 শ্রীমতী ডাক শুনেছে।

বাসবী

 কার ডাক।

মালতী

 যার ডাকে আমার ভাই গেল চলে। যার ডাকে আমার—

বাসবী

 কে, কে তোমার।

শ্রীমতী

 মালতী, বোন আমার, চুপ, আর বলিসনে। চোখ মুছে ফেল্‌, এ কাঁদবার জায়গা নয়।

বাসবী

 শ্রীমতী, ওকে বাধা দিলে কেন। তুমি কি মনে ভাবো আমরা কেবল হাসতেই জানি।

ভদ্রা

 আমরা কি একেবারেই জানিনে হাসি কোন্ জায়গায় নাগাল পায় না।

মালতী

 রাজকুমারী, আজ তো বাতাসে বাতাসে কথা চলছে তোমরা শোননি?