পাতা:পথের দাবী নাটক.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

マリア পথের দাবী প্রথম অঙ্ক তলোয়ারকর । কিন্তু এমি করে সরে সরে কোথায় যাবেন বলুন ত ? পিছু হটতে হটতে এমন একটা জায়গায আমরা দাড়িযেচি, যে আব পিছনে গেলে অতলে তলিয়ে যাব । মনে সাহস এনে এইখানে আপনি থাকুন, বাবুজি –পালিয়ে আমাদের মুখে আর কালি মাখবেন না । অপূৰ্ব্ব । আপনি ঠিক বলেচেন । এ বাস আমার ছাড়া হবে না। তলোয়ারকর । এই ত আমি চাই বাবুজি, এই ত আমি চাই । অত্যtচাবেব ভয়ে আমলা অনেক পালিযেfচ–কিন্তু ব্যস । আর নয় । পঞ্চম দৃশ্য শশির কক্ষ রাইমোহন ভট্টাচাৰ্য্য ও নবতার রাইমোহন। নবতাব নবতাবা করে শশি কবি পাগল হয়ে গেছে, তা তুমি জান ? নবতারা । না । রাইমোঙ্গন। শশি মদ খায়, তা তুমি জান ? নবতারা । জানি । রাষ্টমোচন। তবু তার সঙ্গে তুমি মেশ কেন ? নবতারা । এ বিদেশে তার চেয়ে আপন কাউকে পাইনি বলে । রাইমোহন । হু । তুমি তাকে ভামোয় পাঠিয়েছিলে ? নবতারা । ভামোয় যেতে বলিনি । তোমার খোজ করতে বলিfচ । রাইমোহন। আমার খোজ করতে ?