পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর্ণ-শৃঙ্খল নাটক । & 4 কাতর, দুৰ্ম্মদ পশুকে চিনিতে পারেন নাই । ভাল, মহারাজের তাজ্ঞাক্রমে নিরস্ত্রই যাইব, কিন্তু আমার এই অব্যৰ্থ ব্রহ্ম অস্ত্র স্বরূপ বাহুদ্বয়তো সঙ্গে যাইবেক । যুধি । সেই কথাই উওম । তোমার এই বাহুবলে বক হিড়ম্বক আদি হইতেই আমরা ত্রাণ পাইয়াছি । যাও, সকলে সসন্স হও । { সকলের গমন । ) দ্বিতীয় পৰ্ভাহঙ্ক । ইন্দ্রপ্রস্থ-রাজ-অন্তঃপুর । রাজা যুধিষ্ঠির ও কুণ্ঠীর প্রবেশ।) যুধি । অতএব নিতান্তই একবার যাওয়া উচিত। কুস্তি । তাত, যা বিবেচনায় ভাল হয় তষ্ট কর, আমি আর অধিক কি বলিব । শৈশবকালে পিতৃহীন হইয়া তোমরা পপ, ভাই অন্ধরাজের কুটিলতায় একদিনের জন্তে সুখী হও নষ্ট । গান্ধারীর পুত্রেরা স্বর্ণপৰ্য্যঙ্কে রাজভোগে বিলাস করে, ঃখিনীর নন্দন তোমরা বনে বনে বনফল ভক্ষণ ক'রে তা , কষ্টে প্রাণ রক্ষণ কর । সে সকল স্মরণ হলে কি অ্যর প্রণে কিছু থাকে ? যুধি । মাতঃ ! আপনার চরণপ্রসাদাৎ সে সকল বিপদ হইতে উত্তীর্ণ