পাতা:চিঠিপত্র (চতুর্থ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હૈં খড়দহ {૭૧] মীরু তোর কেমন আছিল। বুড়ির শরীর তেমন ভালে নেই ওকে নিয়ে একবার রাজগিরে গেলে ভালো হোত । সেখানে যে সব স্নানের কুণ্ড আছে বাতের পক্ষে সে ভালো, মোটের উপর শরীরের পক্ষে সেটা স্বাস্থ্যকর। কিছুদিন রোজ যদি সেখানে স্নান করা যায় এবং তার জল পান করা যায় তাহলে Constipationএর পক্ষে খুবই উপকার হয়। তাই বলে তিন দিন থাকার কোনো মানে নেই—অন্তত পনেরো দিন থাকা উচিত হবে। এখন সেখানে ভক্তি আছে বুড়ি তাকে সঙ্গিনীরূপে পেতে পারবে । অল্প অল্প শীত পড়েচে । প্রথমট এসেই রীতিমত বাদলা পেয়েছিলুম। তোদের ওখানে কি রকম ? এখন বোধ হয় সময়টা ভালো। এখানে আর কিছু না হোক যথেষ্ট নিরিবিলি। আমার লেখাপড়ার পক্ষে বেশ উপযুক্ত। শান্তিনিকেতনে বড় বেশি মন বিক্ষিপ্ত হয়ে যায়। আমার নতুন গৃহ নিৰ্ম্মাণ আরম্ভ হোলো কি না জানিনে। প্রতাপ আজ যাচ্চে, সে গিয়ে ইটকাঠের জোগাড় সুরু করবে। পুপু এখানে পূর্ণিমাকে পেয়ে সহজে দিনযাপন করচে। রথী দুই একদিনের মধ্যে শান্তিনিকেতনে যাবে। ইতি ১০ কাৰ্ত্তিক ১৩৩৯ বাবা