পাতা:বীরজয় উপাখ্যান.pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
(১৫)

জন দস্যু বণিকের হস্তে পতিত হওয়াতে ঐ বণিক উহাকে এক অর্ণবযানে আরোহণ করাইয়া নদীতে নিক্ষেপ করে। রাজপুত্র স্রোতে ভাসিয়া যাইতেছে এমন সময়ে আমি নদীতীরস্থ আপনার মালঞ্চে পুষ্পচয়ন করিতেছিলাম, দেখিলাম আমার মালঞ্চের নিকট দিয়া একটা পরমসুন্দর পুত্র ভাসিয়া যাইতেছে আমি সন্তরণ দ্বারা উহাকে স্রোত হইতে তুলিলাম, পরে চৈতন্য প্রাপ্ত হইলে বিশেষ পরিচয় গ্রহণে উহাকে আপন আলয়ে লইয়া আসিলাম। রাজা মালিনীর প্রমুখাৎ সমস্ত বিবরণ শ্রবণ করিয়া মলিনীরে বিদায় করিয়া দিলেন।

 মালিনী বাটীতে প্রত্যাগমন করিয়া রাজপুত্রেরে বলিল, বাছা! রাজা আমাকে অদ্য তোমার পরিচয় জিজ্ঞস করাতে আমি সমস্ত বিবরণ বলিলাম, রাজা কেন এৰূপ জিজ্ঞাসা করিলেন আমি কিছুই বুঝিতে পারি নাই। বীরজয় কোন উত্তর না করিয়া মনে মনে ভাবিলেন বুঝি দেবী কালীর অনুগ্রহ নিকটবর্ত্তী হইল। পরে রাজতনয় মালিনীর বাক্যে বিশেষ প্রীতিলাভ করত সমস্ত দিবস সুখে যাপন করিয়া রজনীযোগে গাঢ় নিদ্রা