পাতা:স্বর্ণ-শৃঙ্খল নাটক.pdf/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b切* দুঃশাসন । স্বর্ণ শৃঙ্খল নাটক । চিত্তে বনে গমন করিতেছি। কিন্তু রাজা যুধিষ্ঠির দ্বাদশ বৎসরান্তে অজ্ঞাতবৎসর-মধ্যে যদি প্রকাশ হম, তবে পুনরায় বনে গমন করিয়া সত্যের গৌরব রক্ষা করিবেন। আমি এরূপ অনিশ্চিত ঘটনার উপর সত্যের মহিমা নির্ভর রাথিয় নিশ্চিন্তু হইতে পারি না। অতএব আমি পূৰ্ব্বেই প্রতিজ্ঞা করিতেছি যে, অজ্ঞাতবৎসরমধ্যে প্রকাশ হই বা না হই, ত্রয়োদশবৎসরান্তে অবশুই পুনরাগমন পূৰ্ব্বক গদাঘাতে ধৃতরাষ্ট্রের একশত পুত্রের মস্তক চূর্ণ করিব । ইহার অন্যথা হয়, তবে ভীমশব্দ যেন কাপুরুষত্ব ও মিথ্যার দৃষ্টান্তস্বরূপ হয়। ভাল, আগে তো ফিরে আইস, পরে যা হয় তাহ। করিও । ~ ۲۶ مه ۶ تا ۹ عراختر یا بی می ভীম । হা ! দুরাচার দ্বিপাদ পশু ! আমার প্রতিজ্ঞ শ্রবণ কর ও ত্রয়োদশবৎসর সুখ-নিদ্রা হইতে বঞ্চিত হ। সভাস্থ সকলে শ্রবণ কর, এই পামর দ্রৌপদীর কেশাকর্ষণ করিয়াছে, শৃগাল হইয়া সিংহ-দারা লঙ্ঘন করিয়াছে, ক্ষত্রিয়ের প্রাণে এরূপ দুঃসহ অপমান কখনই সহ হয় না । ত্রয়োদশবৎসরাস্তে অবশুই সমরানল প্রজালিত হইবে, তাহাতে তিলমাত্র সন্দেহ নাই। সেই যুদ্ধে, কুরু পাণ্ডব উভয় সৈন্ত সমক্ষে এই পাপিষ্ঠকে রণমধ্যে ধারণ করিয়া—দেখ, আমার বজ্রসম দশ নখ দেখ, আমি এই নখ দ্বারা সিংহ শাৰ্দ্দল প্রভৃতির বক্ষঃ বিদারণ করিয়াছি—আমি এই নখ দ্বারঃ- উহার বক্ষঃস্থল বিদীর্ণ করিয়া উহার যেরূপ পশুবৎ আচার সেইরূপে পশুবৎ বধ করিব। কেহই রক্ষা করিতে