পাতা:বিক্রমোর্ব্বশী নাটক.pdf/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বিক্রমোর্বশী | সেই গন্ধ পেয়ে, বনে মধুকর তায় আনন্দে উত্থিত হয়ে, উড়িয় বেড়ায় । (চতুর্দিক অবলোকন করিয়া 1)— যাবে না এখন আমি নিকটে ইহার । প্রিয়তম করিণীর করেতে আনীত নবপল্লবিত, এই শল্পৰ্কী ভাঙ্গিয়া মুরভিত সূর্য-সম রস করে পান গজেন্দ্র এখন, তাহ। করুক সে পান । হয়েছে অtহার এবে, যাই সমীপেতে প্রিয়ার বীরত। আমি জিজ্ঞাসি ইহারে । (নিকটে গমন । ) গণন । ললিত আঘাতে তুমি ভাঙ্গ তরুবর। জিজ্ঞাসি তোমায় আমি ওহে গজ বর ! দেখেছে কি তুমি সেই হৃদয়মোহিনী ? কান্তি কাছে হারে যার কাস্ত শশধর । গজঘূথপতি ; ওহে জিজ্ঞাসি তোমায়, যুবতী স্থিরযৌবন প্রিয়ারে আমার, অতীব সরলকেশী, দেখেছে। কি তুমি ?