পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

蜥4 শিশু-ভাৱতী ---- পণ্ডিতেরা প্রাচ্যদেশের সাহিতা, দর্শন, রাজনীতি, চিকিৎসা-শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, রসায়ন বা দ্রব্যতত্ত্ব ইত্যাদিতে খুব বিজ্ঞ ছিলেন, এবং এখন আমরা যেমন বিজ্ঞান ইত্যাদি শিখিতে বিলাত নাই, তখন ইউৰোপের লোকেরা এই সমস্ত বিদ্যা শিখিতে কর্ডোভা ও গ্রানাড়ার বিশ্ববিদ্যালয়ে যাইত। ক্রমে এইরূপে ইউরোপের লোকেরা প্রাচীন গ্ৰীক, আরব ও হিন্দু পণ্ডিতদিগের তাপদু ও সমস্ত বিদ্যা জানিতে পারিল এবং পৃথিবীর বাস্তবিক আকার সম্বন্ধে তাহাদেব ঠিক ধারণা হইল। এই সময়ে পৃথিবীর শিল্প, বাণিজ, সভ্যতা, প্রায় সমস্তই মুসলমানদের হস্তগত ছিল। ( মানচিনে দেখ )। ইউৰোপে তখন চিনি, কাপাস ও রেশৰ্মাবস্ত্র, মসলা ইত্যাদি অজ্ঞাত ছিল। তাঙ্গীরা পরিত মাত্র পশমী বস্ত্র, এবং চিনি জানা ছিল না বলিয়া বনজীত মধু থাইত। রন্ধন করিতে কোন মসলা ব্যবহার করিত না, শুধু পোড়াইয়া, চব্বিতে ভাজিয়া লা সিদ্ধ কবিয়া খাই ত । মুসলমান বণিকৃগণ এই সমস্ত জিনিষ স্থলপথে পারস্য, সিবিয়া, বর্তমান মিশব, তুৰস্ক প্রভৃতি দেশের ভিতর দিয়া আলেক্‌ জণ্ডিয়া, কনষ্টাটিনোপল ইত্যাদি সহরে আন্যান করিত, এবং এই সমস্ত বন্দর হইতে ইটালীর ভেনিস, জেনোয়া এই দুই সহরের লোকেরা এবং মুসলমান বণিকেরা জাহাজে মাল বোঝাই করিয়া পশ্চিম ইউরোপে বিক্রয় করিতেন । এই বাণিজ্যের ফলে ভেনিস ও জেনোয়াব লোকেরা খুব সমৃদ্ধিশালী হইয়া উঠিল বটে, কিন্তু পশ্চিম ইউরোপের লোকেরা খুবই অসুবিধা ভোগ করিতে লাগিল। ইহার উপর আর এক বিপদ উপস্থিত হইল—পশ্চিম ইউরোপের লোকেরা খৃষ্টান এবং তাহারা তীর্থ করিতে জন্মস্থান জেরুজালেম নগরে যাইতেন। কিন্তু জেরুজালেম নগর ছিল মুসলমানদের দখলে, তাহারা প্রথম প্রথম খুষ্ঠানদিগকে অবাধে তীর্থ করিতে দিলেও s२०० जन कई८ठ ?ीर्थगीtनद्र छे** शूद অত্যাচাল আরম্ভ কবেন। ইউরোপের লোকেরা মুসলমানদের তাড়াইবার জন্য অনেকবার একত্র হইয়া যুদ্ধযাত্রা করে । কিন্তু দুই তিন শত বৎসর চেষ্টা করিয়াও তাহারা কৃতকার্যা হইতে পারে নাই। এই সমস্ত যুদ্ধকে বলে Crusade বা ক্রুশের যুদ্ধ। পরস্তু ১৪৫৩ খৃঃ অব্দে তুর্কীজাতীয় মুসলমানেরা কনষ্টাটিনোপ্ল সহর দখল করিয়া পূর্ব ইউরোপ হইতে খৃষ্টানদিগকে সম্পূর্ণ তাড়াইয়া দেয়। তখন ইউবেীপের মহাসঙ্কট উপস্থিত হয়। এই মুসলমান শক্তির বিরুদ্ধে ইউরোপের খৃষ্টান জগতের প্রথম চেষ্টা আরম্ভ হয় স্পেন ও পটুর্গাল হইতে। পাঁচ শত বৎসবেৰ সভ্যতার ফলে স্পেনের মুসলমানেরা ক্রমে ক্রমে যুদ্ধবিষ্ঠায় অপটু হইয়া পড়ে, এবং স্পেনের উত্তৰ-পশ্চিমাংশ হইতে খৃষ্টানের আসিয়া ক্রমে ক্রমে তাহাদিগকে দক্ষিণ দিকে হটষ্টতে পাকে। এইরূপে বৰ্ত্তমান পটুগাল, এবং স্পেন দেশে অনেকগুলি গণ্ডরাজ্য প্রতিষ্ঠিত হয়। তাহাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে, মুসলমান জেতাগণকে আফ্রিকা দেশে তটাইয়া দিতে হইবে। এই চেষ্টায় একজন প্রধান উদ্যোগী ছিলেন পটুর্গালের রাজপুত্ৰ নাবিক হেনরি (Henry, the Navigator ১৩৯৪-১৪৬০ ) । কিন্তু তিনি সরাসরি মুরদের সহিত যুদ্ধে প্রবৃত্ত না হইয়া অ্যরূপে তাহাদিগকে ঘাল করিবার এক উপায় মনে মনে স্থির করিলেন। র্তাহার উদ্ভাবিত উপায়কে এখন শুধু খেয়াল ছাড়া কিছু বলা যায় না, কিন্তু এই খেয়াল হইতেই পৃথিবীতে যুগান্তকারী ঘটনারাশির সূত্রপাত হইয়াছিল।

  • yb

م۔م۔م۔م۔ج۔ج۔ ج--م-ج۔۔