বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবোধচন্দ্রোদয় নাটক (বিশ্বনাথ ন্যায়রত্ন).pdf/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ta প্রবোধচন্দ্রোদয় নাটক | মনোহর অক্টালিক সুমারী কামিনী । অপূৰ্ব্ব শয্যায় লয়ে পোছায় যামিনী । মিজ ভাৰ্য্য। কিম্ব বেশ্ব করিবে গমন । যে দ্রব্যেপ্তে হয় সুখ করিবে ভোজন ॥ এই ত গেল মুখের কথা, আবার মোক্ষের কথাও দেখ, দেহ ভিন্ন আত্মা অপর কোন স্বতন্ত্র পদার্থ নাই, দেহই আত্মা । সুতরাং দেহ নাশ হইলেই মোক্ষ হয় । করুণ। (ভিক্ষুকে নির্দেশ করিয়া শান্তির প্রতি) সখি ! ভূতন তালবৃক্ষের ন্যায় হৃষ্ট পুষ্ট দেছ, রক্তবস্ত্র পরিধান, মস্তকে ক্ষুদ্র শিখা এ ব্যক্তি কে ? শান্তি। সখি ! এ বুদ্ধের শিষ্য, ইহার নাম বুদ্ধাগম। ভিক্ষু। (উদেশে) ওহে উপাসক সকল! ওহে ভিক্ষুগণ ! তোমরা সকলে স্থিরভাবে বুদ্ধের বাক্যামৃত শ্রবণ কর । (হস্ত স্থিত পুস্তক পাঠ) আমি দিব্য চক্ষে লোকের সদগতি ও দুৰ্গতি দেখিতেছি। জগতের বস্তু সকলি ক্ষণিক, আর আত্মা যে দেহ, তিনিও চিরস্থায়ী নছেন। অতএব ভিক্ষু যদি পরদারগামী হয়েন তথাপি তাহার প্রতি দ্বেষ করিবে না। (স্বগত) ভিক্ষু এবং সাধক সকলে যাহাতে আমার মতের অন্যথাচরণ না করে তাহার জন্য আমার মতাবলম্বিনী শ্রদ্ধাকে তাহাদিগের নিকটে প্রেরণ করা আবশ্ব্যক। (নেপথ্যাভিমুখে) শ্রদ্ধা ! শ্রদ্ধা !