প্রবোধচঞ্জোদয় মান্তক । بb& "" দয় হইল। আমার শরীরে রোমাঞ্চ হইয়াছে, ইন্দ্রিয় সকল বিকল হইতেছে। সুন্দরি! আমাকে পুনৰ্ব্বার আলিঙ্গন কর । আমার অত্যন্ত ইন্দ্রিয়বিকার উপস্থিত হইয়াছে। " শ্রদ্ধা। আইস, অামার পশ্চাতে লুক্কায়িত হও । দিগ । ওহে পীন পয়োধরি, কুরঙ্গ নয়নি। পূর্ণ শশধর মুখি, গজেন্দ্র গামিনি ॥ যদি তুমি সানুকুলা হও হে রাজসী | তবে আর কি করিবে ? সে শ্রদ্ধা তামসী | (সোমসিদ্ধান্তের প্রতি) মহাশয় ! আপনার ধৰ্ম্ম, সুখ মোক্ষ সাধক, আমি অদ্যাবধি আপনার দাস ছুইলাম। আপনি অনুগ্রহ করিয়া আর্মকেও মহাভৈরব মন্ত্রে দীক্ষিত করুন | - সোম। তবে তোমরা দুই জনে এই আসনে উপবেশন কর। দিগ এবং ভিক্ষু। (আসন্স উপবেশন) সোম। (উভয়ের কর্ণে মন্ত্র প্রদান করিয়া শ্রদ্ধার প্রতি) প্রিয়ে ! পান পাত্র অনিয়ন কর । শ্রদ্ধা । (সোমসিদ্ধান্তের হস্তে পান পাত্র অপর্ণ) সোম। (নয়ন মুদ্রিত করিয়া অনুচ্চস্বরে সুর আহরণ মন্ত্র পাঠ) শ্রদ্ধা। প্রিয়তম ! পান পাত্র সুরাপূর্ণ হইয়াছে। সোম। (পান পাত্র অবলোকন, এবং মুরাপান করিয়া, দিগম্বর এবং ভিক্ষুর সম্মুখে পান পাত্র ধারণ করিয়া) মোক্ষ প্রদায়ক এই পবিত্র অমৃত । পণন কর, ভব ভয় যাইবেক দ্রুত ॥
পাতা:প্রবোধচন্দ্রোদয় নাটক (বিশ্বনাথ ন্যায়রত্ন).pdf/৭৯
অবয়ব