পাতা:প্রমোদকামিনী কাব্য.pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৪
প্রমোদকামিনী কাব্য।


“তোমারে করিয়া হার পরিব লো গলে,
সদা রহিবে সমুখে,
দেখিব মনের সুখে;
নিবাব মিলন-নীরে বিরহ-অনলে।

“তুমি যে কনক লতা হৃদয় কাননে।–
নতিয়া নতিয়া উঠি,
মনঃ প্রাণ শাখী দুটি,
ঢেকেছো লো বিধুমুখি! স্নেহ বিতরণে!

“আমি ফণি তুমি মণি কি দিব প্রমাণ?
দুদে যথা ননী ভাসে–
থাকিব তোমার পাশে;
রাখিব লো বুক চিরে প্রাণের সমান!

“ললিত, তোমার বই আর কারে নয়।
তুমি আলোকরা মণি,
উজলিতে মন-খনি,—
তোমারে দেখিলে বুক দশ হাত হয়।