পাতা:দানবদলন কাব্য.pdf/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১০৭ ]

প্রাপ্ত স্বর্গরাজ্য, ব্যোমচর জয়োল্লাসে;
সুখে সরজিনীমুখ প্রফুল্ল হতেছে;
নিরীহ যতেক জীব নিশাভোর দেখি
ত্যজিয়া অলস ভার গাত্র ঝাড়া দিয়া,
নির্ভয়ে নির্গত এবে বিচরণ আশে।
লইলা প্রথম পট সে দিনের লাগি
দৈত্যকুল; সুরকুল দ্বিতীয় ফলক।
বাজিল দুন্দুভি পুনঃ আর বাদ্য যত,
নাচিল তাহার তালে সেনাকুল বুক।
অজস্র অমর সৈন্য নির্ঝরের প্রায়
অধিত্যকা দেশ হতে নামিতে লাগিল;
নানা পথবহি। নানা দেশ দিয়া যথা,
বহি তরঙ্গিণী কুল, অগাধ সলিলে
শেষে হয় পরিণত, বিষম সমষ্ঠি,
ত্রিদিব সৈন্যের হলো রণক্ষেত্র মাঝে।
এদিকে অসুর কুল নিদ্রা ত্যজি এবে
দাঁড়ায়ে উদ্যত অস্ত্রে সমরের আশে,
অধৈর্য্য উত্তেজে বক্ষ বাজে দর দর।
কতক্ষণে বজ্রনাদে নিশুম্ভ আদেশ
অসুর ব্যূহের কর্ণে ধ্বনিত হইল।—
মিশাওরে বীররণ মিশাও রে ত্বরা,
অনল প্রভাব তব, অমর কুলের,