পাতা:নীল-দর্পণ.pdf/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3ソ নীল-দপণ । নিমজ্জন, যুদ্ধে প্রবেশ, পৰ্ব্বতে আরোহণ, অরণ্যে বাস, ব্যাস্ত্রের মুখে গমন,—পতি এত ক্লেশ পত্নীকে ভূষিত করে, আমি কি এমন মুঢ় সেই পত্নীর ভূষণ হরণ করিব। পঙ্কজনয়নে, অপেক্ষ কর । আজ দেখি যদি নিতান্তই টাকার সুযোগ করিতে ন পারি তবে কল্য তোমার অলঙ্কার গ্রহণ করিব । r সৈরিন্ধী। হৃদয়বল্লভ ! আমাদের অতি দুঃসময়, এখন কে তোমাকে পাঁচ শত টাকা বিশ্বাস কর্যে ধার দেবে ? আমি পুনৰ্ব্বার মিনতি করিতেছি, আমার আর ছোট বয়ের গহনা পোদারের বাড়িতে রেখে টাকার যোগাড় কর, তোমার ক্লেশ দেখে সোণার কমল ছোট বউ আমার মলিন হয়েছে । নবীন ! তাtহা ! বিধুমুখি ! কি নিদারুণ কথা বলিলে, অামার অন্তঃকরণে যেন অগ্নিবাণ প্রবেশ করিল—ছোট বধুমাতা আমার বালিকা, উত্তম বসন, উত্তম অলঙ্কারেই তার তামোদ, তার জ্ঞান কি, তিনি সংসারের বার্তা কি বুঝেছেন, কৌতুক ছলে বিপিনের গলার হার কেড়ে লইলে বিপিন যেমন ক্ৰন্দন করে, বন্ধুমাতার অলঙ্কার লইলে তেমনি রোদন করবেন । হা ঈশ্বর । আমাকে এমন কাপুরুষ করিলে ! আমি এমন নির্দয় দস্তু্য হইলাম ! আমি বালিকাকে বঞ্চিত করিব ? জীবন থাকিতে হইবে না-নরাধম নিষ্ঠর নীলকরেও এমন কৰ্ম্ম করিতে পারে না—প্রমায়নি! এমন কথা আর মুখে অনিও না । সৈরি । জীবনকান্ত, আমি যে কন্টে ও নিদারুণ কথা বলিয়াছি তাহ। আমিই জানি আর সর্বান্তর্যামী পরমেশ্বরই জানেন, ও অগ্নিবাণ তার সন্দেহ কি-তামার অন্তঃকরণ