পাতা:নীল-দর্পণ.pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দৰ্পণ । 89 বাঞ্চতের মনে দুঃখ হইল। শালা বড় কঁদোকাটি করেছিল, বলে পুকুরে নীল হইলে আমার বাস উঠিবে, আমি জবাৰ দিয়াছি ভিটা জমিতে নীল বড় ভাল হয়। গোপী। ঐ জবাব পেয়ে বেটা নালিস করিয়াছে। উড । মোকদ্দমা কিছু হইবে না, এ মাজিষ্ট্রেট বড় ভাল লোক অাছে। দেওয়ানীJoੰ সুরে মোকদম শ্যে হবে না । মাজিষ্ট্রেট * "দৈৰ্খ তোমার সাক্ষী মাটোকবর কর্যে নতুন আইনে চার বজ্জতকে ফাটক দিয়াছে ; এই আইনটা শ্যামর্চাদের দাদা হইয়াছে । গোপী । ধৰ্ম্মাবতার, নবীনবস ঐ চারি জন রাইয়তের ফসল লোকসান হবে বলিয়া তাপনীর ল’ম্পল গোড় মই, নদার দিয়া তাহাদের জমি চসিয়া দিতেছে এবং উহাদিগের পরিবারদিগের যাহাতে ক্লেশ না হয় তাহারি চেষ্টা করি। C守び返 | - উড । শাল দাদনের জমি চসিতে হইলে বলে আমার লাঙ্গল গোরু কমে গিয়েছে ; বঞ্চিত বড় বজাত, আচ্ছা জব্দ হইয়াছে। দেওয়ান তুমি আচ্ছা কাম বরিয়াছ, তোমছে কাম্ বেহে তার চলেগ। গোপী । ধৰ্ম্মাবতারের অনুগ্রহ । আমার মানস বৎসর বৎসর দাদন বৃদ্ধি করি ; এ কৰ্ম্ম একা করিবার নয়, ইহাতে বিশ্বাসী তামীন খালাসী আবশ্যক করে ; যে ব্যক্তি দুটাকার জন্য হুজুরের ৩ বিঘা নীল লোকৃপান করে তার দ্বারা কৰ্ম্মের উন্নতি হয় ? উড। আমি সম্জিয়াছি, আমীন শাল গোলমাল করিয়াছে । গোপী। হুজুর, চন্দ্র গোলদারের এখানে নুতন বাস,