পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেমের দিয়ালী দিয়েছিল জালি তোমারি দীপের দীপ্তি । মোর সঙ্গীতে তুমিই সঁপিতে তোমার নীরব তৃপ্তি । আমারে লুকায়ে তুমি দিতে আনি আমার ভাষায় সুগভীর বাণী, চিত্রলিখায় জানি আমি জানি ভব আলিপন-লিপ্তি । হৃৎশতদলে তুমি বীণাপাণি স্বরের আসন পাতি দিনের প্রহর করেছ মুখর, এখন এলো যে রাতি । চেনা মুখখানি আর নাহি জানি আঁধারে হতেছে গুপ্ত । তব বাণীরূপ কেন আজি চুপ কোথায় সে হায় সুপ্ত । অবগুষ্ঠিত তব চারিধার, মহামেীনের নাহি পাই পার, হাসিকান্নার ছন্দ তোমার গহনে হল যে লুপ্ত । শুধু ঝিল্লির ঘন ঝঙ্কার নীরবের বুকে বাজে । Y 8 a