বিষয়বস্তুতে চলুন

পাতা:জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব - চতুর্থ খণ্ড.pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞfনাকুর অঃ, ১২ ৮২) মহারাজেন্দ্র বাহাদুর কৃষ্ণচন্দ্রের সময় সংস্কৃত স্মৃতি, ন্যায় ও দর্শন প্রভৃতি শাস্ত্রের যথেষ্ট উন্নতি হয়। ষে সমস্ত মুম্বীরর্গের নাম চিরকাল বঙ্গীয় পণ্ডিত্তমগুলির ভুষণ স্বরূপ থাকিবে, তাছারা স্বগীয় মহারাজ কৃষ্ণচন্দ্রের সময় প্রাচুভূত হন। গ্রন্থকার সেই মহাত্মাগণের নাম মাত্র উল্লেখ করিয়া ক্ষান্ত হইয়াছেন। একটু চেষ্টা করিয়া বদীয়বিদ্বৎকুলতিলকগণের যথাসম্ভব সংক্ষিপ্ত জীবনবৃত্ত সংগ্ৰছ করিলে ভাল হইত। কাৰ্ত্তিক বাবু এ সম্বন্ধে ঔদাসীন্য প্রদর্শন করিয়া ভাল করেন নাই । ৮লাণেশ্বর বিদ্যালঙ্কার ও জগস্নাথ তর্কপঞ্চাননের ন্যায় পণ্ডিতগণের জীবনী কখনই অসার ও নীরস নহে। সে জন্য পরিশ্রম করিলে গ্রন্থকারের শ্রম অনাবশ্যক কার্য্যে নষ্ট হুইত বলিস্না আমরা ৰিবেচনা করি না। বঙ্গীয় কৰি গুণাকর ভারতচন্দ্র রায় রাজার এক জন সভাসদ ছিলেন । কবিরঞ্জন রাম প্রসাদ সেনের অসামান্য কবিত্তা কলাপ মহারাজ কৃষ্ণচন্দ্রের যত্বেই বি ক্ষিতীশ-বংশাবলি-চরিত। রাজা গিরীশ চন্দ্রের সময় কৃষ্ণ কান্ত ভাদুড়ি নামক এক অসামান্য ক্ষমতা সম্পন্ন কবি রাজ সভা অলঙ্কত করিয়া ছিলেন, রাজা ইহঁাকে “রসসগর” উপাধি প্রদান করেন। কেহ কোন ড্রাবের এক বা আধ চরণ অথবা কচরণের কিয়দংশ বলিলে, তিনি ক্ষণ বিলম্ব ব্যতিরেকে,উপর্য্যুপরি ভিন্ন ভিন্ন ভাবে ও ভিন্ন ভিন্ন ছন্দুে তাছা অনায়াসে পূরণ করিতেন। রসসাগর অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন, জ্ঞানাঙ্কুরের ক্ষুদ্র কলেবরে তাছার পরিচয় দেওয়া দুঃসাধ্য। আমরা ভবিষ্যতে এজন্য স্বতন্ত্র প্রস্তাব লিখিয়া পাঠকগণকে উপছার দিব । আমাদের দেশীয় জনগণ সভ্যতা ও উন্নতি লইয়া যতই কেন ব্যস্ত হউন না, তাহারা যতই কেন বিজাতীয় অনুকরণ দ্বারা আপনাদিগকে সভ্যতার অাবরণে আবরিত করিতে চেষ্টা কৰুন না, ভারতবাসী যতই কেন শিণপ, সাহিত্য ও ইংরাজি উচ্চ শিক্ষায় শিক্ষিত ছই য়াছি বলিয়া গৰ্ব্ব কৰুন না ; পামরা ভাসিত হয়। বিখ্যাত মুক্তারাম মুখে বলিতে পারি ভারতের প্রকৃত, পধ্যায়, গোপাল ভীড় এবং হাস্যৰৰ এই তিন ফাস্য রস পণ্ডিত ব্যক্তি রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন । গোপাল তাড়ের ন্যায় প্রসিভ রলিকের আর একটুকু অধিক বিবরণ শওब्रा छैछि हिन् । ও সার উন্নতির এখনও বিস্তর বিলম্ব আছে। কোন উন্নত জাতির মধ্যে এই রসলগরের স্থায় অসামান্য মনুষ্যের আৰিভাব হইলে উপহার নাম যাহাতে অনন্ত কালের সতি স্থায়ী ছয় অজস্য যথাসম্ভব জায়োজন হুইত, ৱালক