পাতা:গুরু - রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇూ গুরু তৃতীয় ফুনক । আর, খেসারির ডাল ? পঞ্চক। একবার কোন যুগে একটা খেসারিডালের গুঁড়ো উপবাসের দিন কোন এক মস্ত বুড়োর ঠিক গোফের উপর উড়ে পড়েছিল ; তাতে র্তার উপবাসেই পুণ্যফল থেকে ষষ্টিসহস্র ভাগের এক ভাগ কম পড়ে গিয়েছিল ; তাই তখনি সেইখানে দাড়িয়ে উঠে তিনি জগতের সমস্ত খেসারিডালের ক্ষেতের উপর অভিশাপ দিয়ে গেছেন । এতবড় তেজ ! তোরা হলে কি করতিস বল দেখি ! প্রথম যুনক। আমাদের কথা বল কেন । উপবাসের দিনে খেসারিডাল যদি গোফের উপর পর্য্যন্ত এগিয়ে আসে তাহলে তাকে আরো একটু এগিয়ে নিই। পঞ্চক । আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি করে বলিস্— তোরা কি লোহার কাজ করে থাকিস ? প্রথম যুনক। লোহার কাজ করি বইকি, খুব করি । পঞ্চক। রাম রাম । আমরা সনাতন কাল থেকে কেবল তামা পিতলের কাজ করে আসচি। লোহা গলাতে পারি কিন্তু সব দিন নয়। ষষ্ঠীর দিনে যদি মঙ্গলবার পড়ে তবেই স্নান করে আমরা হাপর ছুতে পারি কিন্তু তাই বলে লোহা পিটনে সে ত হতেই পারে না । প্রথম যুনক। কেন, লোহা কি অপরাধটা করেছে ? পঞ্চক । আরে ওটা যে লোহা সে ত তোকে মানতেই হবে। প্রথম যুনক। তাত হবে। পঞ্চক। তবে আর কি—এই বুঝে নে না ! দ্বিতীয় যুনক। তবু একটা ত কারণ আছে ! * পঞ্চক। কারণ নিশ্চয়ই আছে কিন্তু কেবল সেটা পুথির মধ্যে । আচ্ছা, তোদের মন্ত্র কেউ পড়ায় নি ?