পাতা:আনবারশোহেলি.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জানবারশোঙ্কোল । ২৭১ শোকেতে ব্যাকুল হয়ে ভ্রমি অনিবার । যদি পাই কোন মুখে তার সমাচার ৮ সঁহাজন কছিল যে গত কল্য যৎকালীন তোমার বtট হইতে বাহির হইতে ছিলাম যে প্রকার তুমি কহিতে ছ দেখি লাম যে এক চিলে এক বtলককে লইয়। শূন্যোপরি বহন করিতেছে, বিশ্বাসি ব্যক্তি চিৎকার করিল যে হে নিৰ্বোধ অমূলক বাক্য কিকারণ ব্যয় করিতেছ এবং এবম্ভত মিথ্যাবাদীত্বীপবাদে কিহেতু পতিত হইতেছ, এক চিলের সমুদয় শরীর পরিমাণ হুইতে মনুষ্য বালক বিংশতি গুণে ভারি হয়। সেই চিল এমত বালককে কি প্রকার লইতে পারে, মহাজন হাস্য করিয়া কহিল যে ইহাতে আশ্চর্য্য করিও না যে স্থানে মৃষিকে শত মোন লৌহ ভক্ষণ করে সে স্থানে চিলেও এতৎ পরিমাণের বালককে শূন্যে বহন করিতে শক্ত ਛੋ, বিশ্বালি ব্যক্তি অবস্থল বিবেচনা করিয়। কছিল চিন্তা করিও না, মূষিকে লৌহ ভক্ষণ করে নাই, মহাজন উত্তর দিল যে কুষ্ঠিত হইও না, চিলেও বালক লয় নাই সে, লৌহ গুলিন পুনঃ প্রদান করিয়া বালক লও, • এই ইতিহাসের তাৎপর্য্য ইহা জানিবে যে যে শাস্ত্রে আপন ভর্ত্তার সহিত ছলনা কর। বিধেয় হইল, প্রকাশ আছে অন্যের লম্বন্ধে তাহ অনুমান কর। যাইতে পারে আর যে স্থলে তুমি রাজার সহিত এই ব্যবহার করিস্বাছ সে স্থলে অন্যের শুভ প্রত্যাশ। তোমার প্রতি