পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ta; অমরনাথ । কালেও যে সকলেব মনে বিশ্বাস হবে এমন বোধ হয় না । দেখি তুমি এ সব কথা লয়ে আর বিলম্ব কর না | রাত্র প্রভাতে লোকের কাছে যে আমি মুখ দেখাতে পাব না । শীঘ্র বিদায় দাও । মতি । আচ্ছা, তবে চল না কেন আমিও যাই । অমৰ। তুমি গেলে আমার পবিবাবগুলি রক্ষণাবেক্ষণ করে কে ? এই যে আমাদের দেশেব হিতসাধন জন্য যে ব্যাপাবগুলি করা গিয়েছে তার যত্ন করে কে ? এই উপস্থিত বিষয়ের শুভিতাৰ চেষ্টাই বা করে কে ? মতি । তুমি গেলে কি আমার দ্বারা আর কোন বিষয়ের প্রতুল হতে পারে ? শ্রীকৃষ্ণ গতে অর্জুনের দশা যেমন পুরাণে বলে, আমার ভাই হবে। তবে আমাব থাকুতেই হয়েচে, আবে তোমারও যেতে হয়েছে । কিন্তু আমার মনে যে নদীর আবর্ত্তির ন্যায় কত জায়গায় কত রকম পাক চক্র হোচ্চে, সে কথা আবে কি বলি । তবে মধ্যে তোমার বিচ্ছেদ চিত্ত৷ সকলের প্রধান। সেইটে এক একবার যেন ঘোর তেজে ঘূর্ণাযমান হয়ে ভয়ানক গৰ্জনের সহিত হৃদয়ে একটা গহ্বর কোরে তাব তল পর্য্যন্ত প্রবেশ কোচ্ছে । হায় হায় ! কি বিপদ, কি বিড়ম্বন ! দেশের লোক গুল এখনও আমোদে মত্ত আছে যে অমরনাথ বাবু হাইকোর্টের জজ হয়েচেন। আমবা এই কতকক্ষণ পরস্পর বলা কওয়া কোচ্ছিলেম যে আমাদের উদার অকপট দেশহিতৈষী বন্ধু পেটুরিয়ট আনন্দ উৎফুল্ল চিত্তে তোমাকে আওভান কোরবেন। ধর্মনিষ্ঠ এবং সার্ব্বহিতৈষী বন্ধু মিরব আমাদের একজন ব্রাহ্ম হাইকোর্টের জজ হয়েছেন বোলে উল্লাস প্রকাশ কোববেন। আমরা তোমার বন্ধুগণ এই উপলক্ষে এক দিন উৎসব কোরব। অকস্মাৎ এ সকলই বিফল ? এমন মেঘ হয়ে এল য়ে অজস্র বর্ষণে শস্যাদি জীব জন্তু সকলেরই মহতী উপকার হবে ; এর মধ্যে কুবাতাস উঠে সৰ উড়ে গেল ?