পাতা:চিঠিপত্র (চতুর্দশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শান্তিনিকেতন সরল সহজ ঘরের কথায় ধৰ্ম্ম আলোচনা। পড়িলে উপাসনার কাজ হয়— অস্তর পবিত্র পুলকিত হয়। খণ্ডে খণ্ডে প্রকাশিত। দশম খণ্ড অবধি বাহির হইয়াছে। প্রতি খণ্ডের মূল্য। • ভক্তবাণী জগতের সকল ভক্তের ভগবদবিষয়ক চিন্তা ও উক্তির মনোজ্ঞ সংগ্ৰহ পুস্তক। প্রতি খণ্ডের মূল্য চার আনা । দুই খণ্ড বাহির হইয়াছে। তৃতীয় খণ্ড যন্ত্রস্থ । _ শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ৭০ কথা ও কাহিনী Mo মুকুট ( নাটিকা) • . বিদ্যাসাগর চরিত শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত। মহাপুরুষের জীবনীর চমৎকার আলোচনা। বি. এ. পরীক্ষার পাঠ্য। মূল্য চারি অান । শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত নাটকাবলী বিসর্জন রাজর্ষি উপন্যাসের আখ্যান নাটকাকারে পরিবর্তিত। ইহা কবিবরের শ্রেষ্ঠ স্বষ্টি । পাঠ করিলে মুগ্ধ হইতে হয়। মূল্য ॥১ রাজা ও রাণী সৰ্ব্বজনসমাদৃত করুণ নাটক। গানে হাস্তে কবিত্বে করুণরসে বিচিত্র। নূতন সংস্করণ প্রকাশিত হইয়াছে। মূল্য বারো আনা । শারদোৎসব অতি সুন্দর সরস নাটিকা শরৎ ঋতুর আগমনে মানবের প্রাণে যে অকারণ পুলক সঞ্চার হয়, সেই সরস মধুর ভাবটিকেই কবির অমৃতমুখী \ご8W。