বিষয়বস্তুতে চলুন

পাতা:অজয়েন্দু নাটক.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Էb অজয়েন্দু নাটক। কুল। রাজা আমার প্রতি যে ৰূপ সদয়,তাহাতে বেশ বোধ হচ্ছে ষে আমাকে উনি শীঘ্রই নিস্কৃতি দেবেন— পরমেশ্বর তাই করুন। এক্ষণে রাত্রি অধিক হয়েছে বিশ্রামার্থে শয্যা গৃহে প্রবেশ করি । [ প্রস্থান । ইতি প্রথম গর্ভাঙ্ক। ←Ꮊ0------- দ্বিতীয় গর্ভস্ক । বৃহৎ ঘর । H রাজা ও মন্ত্রী উপবিষ্ট ও দুই জন সৈনিক দণ্ডায়মান। অজ। মনের মুখ ক্ষণ ভঙ্গুর-সময়ে সময়ে মন নানা প্রকারে ব্যস্ত হয়-জাজ আমার মন নিতান্ত ব্যথিত হয়েছে—বন্দিদের কণ্ঠ আমি ক্ষত্রিয় রাজ হয়ে দেখতে পারিনা—রাজ্ঞী তাহাদিগকে অন্তরের সহিত ঘৃণা করেন—আমি সেই জন্যই দুঃখিত ও চিন্তিত। মন্ত্রিবর। রাজ্যের অমুখ হলে যদ্রপ কষ্ট হয় তদ্রুপ নবাব বন্িিদগের কষ্ট দেখলে আমি অত্যন্ত ব্যথিত হই-(দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া ) রাজ্ঞীর যবনদিগের প্রতি ঘৃণা বদ্ধস্থল হয়েছে, আমি তাহাদিগকে কষ্ট দিতে ইচ্ছা করি না বলে, ঘৃণা করি না বলে, রাজ্ঞী আমাকে অহর্নিশি তিরস্কার করেন। ( দীর্ঘনিশ্বাস ) মন্ত্রী। মহারাজ আপনি ক্ষত্রিয় কুলতিলক হয়ে অধীর হবেন না--অধৈর্য্য অবলম্বন করা আপনার স্থায় রাজ