পাতা:অপূর্ব্বসতী নাটক.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፃ • অপূর্ব্বসতী নাটক। [झङ्कर्ष अझ्। র। স্থির হও, স্থির ছও, অত উতলা হইও না। একটা কথা বলি শোন, মনোমত হয় সেই অনুযায়ী কার্য্য কর। চ । কি বলৰে বল ; ঘোর বিকারে কি বিষবড় আরে:গ্য কত্তে পার্ব্বে ? ত্র। ভাই চেষ্টার অসাধ্য কার্য্যই নাই। ছোকৃ না হোকৃ বেয়ে চেয়ে তো দেখা উচিত । দেখ, নলিনের মার যে প্রকার ভাৰ গতিক দেখলেম, তাতে যে সে আর বাড়ীতে স্থান দেয়, তা তো বোম্ব না। এক কাজ কর। চল আমরা আজকের গাড়ীতেই কাশী যাত্রা করি। আর তা হলে অতি শীঘ্রই এস্থান হতে প্রস্থান করা উচিত। তা নইলে গড়ামাসী কল্পে কিছুই হবেনা। এতে যদি তোমার মত ছয় নলিনের মত জিজ্ঞাসা কর । চ। ভাই ! আমার এতে সম্পূর্ণ মত আছে। কারণ এ খানে প্রিয়াহীন হয়ে যে অণর অধিক দিন পঁচ ব ভারতো কোন সম্ভাবনা নাই। যাতে আমার সেইটী না ঘটে তার জন্য আমি সকল কষ্ট সহ্য কতে পারি। (নলিনীর প্রতি) কেমন যা শুনূলে তাতে তোমার মত কি ? ন। এতে আর জিজ্ঞাসা কি আছে ? তোমার সঙ্গে বনৰাসিনী হয়েও যদি আমাকে থাকতে হয় সেও আমার পক্ষে সহস্ৰগুণে মঙ্গল, কিন্তু তোমা ছাড়া আমার স্বর্গমুখও নরকযন্ত্র পেক্ষা ভয়ঙ্কর ৷ এ আর জিজ্ঞাসা করার প্রয়োজন কি ? চ। তবে তো তাই সবই হয়েছে কিন্তু একটা কথা হচ্চে কি, সেখানে যাবার খরচ পাই কোথা ? আর দুজনেই বা কোথা যাই সকলই অজানা । আয় পথ ঘাটও চিনিনা। ত্র । তার ভাবনা কি ? আমিও তোমাদের সঙ্গে যাচ্চি ।