পাতা:অপূর্ব্বসতী নাটক.pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় গর্ভাঙ্ক। অপূর্ব্বসতী নাটক । جم ন। আমি তো খুব কাদতে লাগলেম, তার পর মা এসে স্তাদের সঙ্গে কি কথা কয়ে আমাকে বাড়ী নিয়ে এলো। নাথ ! যথেষ্ট কষ্ট পেয়েছি—পায়ে ধরি উদ্ধার কর । এ নরকযন্ত্রণ হতে উদ্ধার কর । তুমি যদি আমার দুঃখ দেখে কাত্তর মা হৰে ভবে আর কে হবে ?-কাকে আর মনের কথা বল ব?-কে আর আমাকে রক্ষা কর্ব্বে ? কে আর আমার দুঃখে দুঃখিত হবে ? অভাগিনীর ত্রিসংসারে ত আর কেউ নাই। আমি তোমার চরণশ্রিত-রাখতে হয় রাখ-মারতে ছয় মার। তোমার কাছে যদি আশ্রয় না পাই, তবে আর কার কাছে গিয়ে আশ্রয় নোব ? কাজেই সেই সর্ব্ব সহায়-সকল বিরছিণীর একমাত্র অ'ভ্রয় মৃত্যুর শরণ নিতে হবে । তিনি আর আমায় চরণে ঠেলতে পারবেন না। এখন বিহিত বিবেচনা কর যা ভাল বোঝ কর, তোমাকে আর অধিক কি বলব ? আর বলতে পারি না অথচ মনের কথাও শেষ হয় না-কণ্ঠরোধ ছয়ে আসি চে । চ। প্রিয়ে! আর কি বলব ?--আর কি বল বার শক্তি আছে ? ছতজ্ঞান হয়েছি—দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়েছি। বুদ্ধিমুদ্ধি ম্বোশ পেয়েছে। উঃ! বিচ্ছেদবাণ কি ভয়ঙ্কর ৷ প্রণয়ীর হৃদয়ে শেল অপেক্ষাও প্রচও (ব্রজেন্দ্রের প্রতি) ভাই! আমি ছত্তজ্ঞান হয়েছি, আর দ্বিতাঙ্কিত বিবেচনা করবার শক্তি নাই, ভাবী বিচ্ছেদাশঙ্কা হৃদয়ে বন্ধস্থল হচ্চে। একটা উপায় উদ্ভাবন কর— দুঃখে দুঃখী হয়ে একবার একটা উপায় উদ্ভাবন কর—নতুবা জন্মের মত এই একবার শেষদেখা দেখে নাও । ब ! ७ कि कश ? त्रशम कथ; (बाल न? ।