পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* অদ্ভুক্ত-রামায়ণ। , আথ নারদ ও পর্ব্বতের পুন:বৈকুণ্ঠে যাত্রা । ত্রিপদী | পূর্ব্বজন্মে যে শ্রীমতী, পাইতে স্ত্রপতি প্রতি অতি কষ্টে তপ আচল্লিলা। . . সেই পুণ্যফলে সতী, পাইলেন রমাপতি, হরি মনোবাঞ্ছা পূৰ্বাইল । অতঃপর যে প্রসঙ্গ, নারদ পর্ব্বতে রঙ্গ, মনোভঙ্গ হৈল দোহাকার। দুই জন ক্রোধমন, যান বৈকুণ্ঠভুবন, নেত্রে অগ্নি জ্বলে অনিবার ॥ { হরি অতি ভাতমনে, শ্রীমতীকে সম্বোধনে, ক্ষছিলেন বিপদ ঘটিল। Q , শীঘ্র গুপ্তস্থানে গিয়া, লুকাইয়া রহ গিয়া, নারদ পর্ব্বত যে আইল ॥ ঐপতিবাক্যে শ্রীমতী, হাস্যমুখে শীঘ্রগতি, গুপ্তস্থানে লুকাইলা সতী । , মুনিদ্বয় ক্রোধমনে, , , আসি হরিসন্নিধানে, ' কহিলেন নরহরি প্রতি ॥ আমা দোহা প্রবঞ্চিয়া, কন্যা আনিলে হরিয়া, মায়া করি গুপ্ত রূপ ধরি । তাছা শুনি চক্রধারী, কর্ণে হস্তাপর্ণ করি, কন একি কথা হরি! হরি!