পাতা:জীবনীকোষ-ভারতীয় ঐতিহাসিক-দ্বিতীয় খণ্ড.pdf/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै 6'$ রচনা করিয়াছিলেন । দীক্ষিণাত্যের বিজয়নগরপতি হরিহরের সভাপণ্ডিত চিন্নভট্ট ‘তর্কভাষা প্রবেশিকা’ নামে তর্কভাষার এক টীকা রচনা করিয়া ছিলেন । এতদ্ব্যতীত তর্কভাষার সম্বন্ধে নিম্নলিখিত পণ্ডিতদের টীকাও প্রচলিত আছে। গোপীনাথ কৃত উজ্জলা, রোমবিস্ব বেঙ্কটবুদ্ধ কৃত তর্কভাষাভাব’, রাম লিঙ্গ কৃত ‘দ্যায়সংগ্রহ’, মাধবদেব রচিত ‘সারমঞ্জরী’, ভাস্করভট্ট রচিত “পরিভাষা দর্পণ", বালচন্দ্র বিরচিত তর্কভাষা প্রকাশিকা’, নাগেশভট্ট কৃত 'যুক্তি মুক্তাবলী, গণেশ দীক্ষিত কৃত তর্ক প্ৰবোধিনী’ প্রভৃতি প্রধান । কেশব মিশ্র ১২৭৫ খ্ৰীঃঅবোর সমকালে বর্তমান ছিলেন । র্তাহীর ভ্রাত পদ্মনাভ মিশ্র ও একজন নৈয়ায়িক পণ্ডিত ছিলেন । কেশবরাম—একজন আয়ুৰ্ব্বেদ শাস্ত্রবেত্তা। ‘ঔষধি নির্ঘণ্ট, বা বাল নির্ঘণ্ট, গ্রন্থ র্তাহারই রচিত । কেশবলাল গোস্বামী – শ্ৰীহট্টের অন্তর্গত জৈন্তিয়ার স্বর্ণকৌশিক গোত্রীয় কেশৰলাল ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন । র্তাহার পিতার নাম রতিনাথ। কেশব দেবার্চনায় সৰ্ব্বদা রত থাকিতেন। তিনি একজন সিদ্ধপুরুষ ছিলেন এবং তাঁহার বাল্যচরিত্রে সকলেই ইহা বুঝিতে পারিয়াছিলেন । আট বৎসর বয়সের সময় তাহীর উপনয়ন হয় । একদা প্রভাতে কেশবকে বাড়ীতে না ভারতীয়-ঐতিহাসিক কেশবসিংহ পাইয়া গ্রামবাসিগণ জঙ্গলে গিয়া দেখি লেন একটী কদম্ব বৃক্ষের উপর কেশব খেলা করিতেছেন। তখন র্তাহাকে কীৰ্ত্তন করিয়া বাড়ী আনা হইল। ইহার কিছুকাল পরেই কেশব গৃহত্যাগ করিয়া চলিয়া গেলেন, কোথায় চলিয়া গেলেন দীর্ঘকাল পর্য্যন্ত কেহ তাহার সন্ধান পাইলেন না । বহুকাল পরে জানা গেল যে, তিনি বাণিয়াচঙ্গের অধিপতি উমেদ রাজার ভবনে উপস্থিত হইয়াছেন । তিনি তাহাকে হিন্দু সন্ন্যাসী জানিতে পারিয়া বিশেষ সমাদর করিলেন এবং তাহাকে কিছু ভূমি সম্পত্তি দিতেও অভিলাষী হইলেন । বিশেষ অনুরোধে তিনি একখণ্ড ভূমি গ্রহণ করিলেন। তৎপর গৃহে প্রত্যাগত হইয়া, মায়ের অনুরোধে তিনি দারপরিগ্রহ করিলেন । ধৰ্ম্মাচরণের জষ্ঠ যে, গৃহত্যাগ অত্যাবস্তক নহে এবং স্ত্রী পুত্ৰ লইয়াও নিলিপ্তভাবে সাধন ভজন করা যাইতে পারে, কেশবলালের জীবনী আলোচনায় তাহা জ্ঞাত হওয়া सुभ्र ! কেশব সিংহ-তিনি আসামের অন্তর্গত শ্ৰীহট্টের অন্যতম রাজা ও জগন্নাথপুর নামক স্থানের রাজবংশের প্রতিষ্ঠাতা। কথিত আছে লাউড়ের রাজা দিবাসিংহের পুত্র রমাই বা রম, রামের পুত্র কেশব, কেশবের পুত্র শনি বা শনাই, শনির পুত্র প্রজাপতি,