পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ-সর্গ। o o } (م دسسسسسسه অথ ব্রহ্মমাহাত্ম্য বর্ণন । ত্রিপদী | রাম মধুর বচনে, পুনঃ কন হনুমানে, শুন বৎস পবননন্দন | প্রধান পুরুষ হতে, কাল জন্ম মহামতে, কাল হৈতে জন্মে ত্রিভুবন । সেই আত্মা সর্ব্বাত্মন, তিনি সর্ব্বভূতে রম্, চতুর্দিকে র্তাহার আসন। l, সর্ব্বদিকে পদকর, বহু নেত্রকর্ণধর, সেই আত্মা ব্যাপ্ত ত্রিভুবন। সকল ইন্দ্রিয়গণে,সে আত্মাকে নাহি জানে, তিনি সর্ব্ব ইন্দ্রিয় রহিত। অক্ষয়াব্যক্ত অব্যয়, ব্রহ্মরূপী সর্ব্বাশ্রয়, কিন্তু সকলের অবিদিত । তাহার মায়াপ্রভাবে, বিমুগ্ধ সকল জীবে, মায়াতেই সকল বিস্তৃত। সকলে মীয়া আশ্রিত,যেজন জানে নিশ্চিত সেই জন বিজ্ঞ সুপণ্ডিত।