পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8२ রোমিও-জুলিয়েত । { চতুর্থ অঙ্ক না না না-কেন বা ডাকি-কি কবে সে এসে ! সে ভীষণ কাজ হবে একাই সাধিতে।—আর তবে,

{ शिशि अश्५)

এ ঔষধি না ফলে যদ্যপি, তবে কি আমার কাল বিবাহ নিশ্চয় ! ন! ;--তুমি থাকো ছেথ, (কোমর হইতে ছোরা খুলিয়। নিকটে স্থাপন ) তথন আছে এই ! যদি এ বিষাক্ত হয়, গোসাই অামার বধিতে কৌশলে যদি দিয়ে থাকে ইহা, আপনার অপযশ করিতে গোপন ? আমার ও রোমিওর গোপন বিবাহ তিনিই ইহার আগে করেন সাধন, বোধ হয় ইচ্ছা তাই বধিতে আমায়। না, তা কদাচ নয়, তিনি শুদ্ধমতি চির দিন, সকলে বিদিত সৰ্ব্বকালে । তাই যেন নাই হলো, কিন্তু শব-ভূমে অসাড় এ দেছ দেবে ফেলে, প্রিয় যদি পূৰ্ব্বে তার না হন সেখানে উপস্থিত, কি হবে আমার দশ হার, মিশাকালে সে শ্মশানে এক আমি থাকিব কেমনে ! ভয়ঙ্কর স্থান সেই, শুনেছি সেখানে ख्रिशांभ निबैौथं cशांग्ज़ ८ॐडाषांमि १ऊ নর-মস্থি মৃকপাল লয়ে ক্রীড়া করে ;