পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ রো। রোঁ । রোমিও-জুলিয়েত । [ দ্বিতীয় অঙ্ক একি ! ভোর নাকি ?-- যাও যাও—থেকে না অার –হায়, বলি বটে, কিন্তু এ তেমনি বলা যথা ধৃষ্ট কোনো শিশু, বলে পাখিটরে, পায়ে বাধি সুত, “পাখি তুমি উড়ে যাও,”—কিন্তু সেটা যেই চায় যেতে স্থতার বাহিরে, অমনি সে স্থত ধরি টেনে তায় পুনঃ আনে কাছে, লাফায়ে লাফায়ে পার্থী ঘুরিয়া বেড়ায়।– এমনি হিংসাই তার প্রেমে। আমার ও সাধ, প্রিয়ে, তেমনি পাখিটা হই তব । সে সাধ আমারও প্রিয়তম ; কিন্তু পাছে অতি যত্নে বিপদ ঘটাই-পাই ভয় ! প্রিয়তম, বিদায় এখন, পুনৰ্ব্বার, আবার বিদায় !—তবে, নাথ, আলি এবে । অমুখে যামিনী যাবে প্রভাত অবধি। ( নিষ্কান্ত । ) নিদ্রা যাও প্ৰাণেশ্বরী, সুমুপ্তির কোলে, দুর্ভাবনা হৃদয়ের দূর হোক সব। হায় যদি আমারও মুনিদ্ৰা হ’তো আজ – যাই মঠে,-জানাইগে গুরুকে আমার । (লিঙ্কান্ত । )