পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 রোমিও-জুলিয়েত । [ প্রথম অঙ্ক গি। (চুপে চুপে শম্ভোর কাণে)—বলন, তার চেইতেও বড় —ঐ দেখু আমাদের মনিবগুষ্টীর একজন সদার আস্চে। শ। বড় না তো কি ? তোদের মনিবের চেয়ে আমাদের মনিব ব-হু-২ বড় । অভি। বুট বাং শ। কি বন্নি ? খোল হেতের—মরদ হোস্ত এখনি খোল। গিরে দেখিস-খুব ছ’সিয়ার। গি। শস্তো, তোর সেই ওস্তাদি চালটে ছাড়িস নে । ( দুইজনের হেতের চালীন । ) বেলুবলের প্রবেশ । বেমু। থাম্পাজিরা-থা বলুচি। ( নিজের তলোয়ার দিয়ে দুইজনের হাত থেকে তলোয়ার ছটুকাইয় দেওয়া । ) তৈবলের প্রবেশ । তৈ। বেশ-বেশ ; এই যে চাষা ভূষোদের সঙ্গে তলোয়ার খেলা হ’চ্চে ? বেশ–বেশ বেহুবল, সাহস থাকে ত আমার দিকে ফের।-দেখ, তোর যম এসেছে। বেচু । আমি এদের থামাচ্চি—শান্তি রক্ষা কচ্চি। অস্ত্র খাপে তোলে, আর না হয় ত আমার সঙ্গে যোগ দিয়ে এদের থামাও। তৈ। শাস্তিরক্ষ ?-কচু রক্ষা! হাতে ল্যাঙ্গা তলোয়ার, আবার শাস্তিরক্ষা ! তো ও কথায় খু!—তোর মুখে খু! তোর মস্থাগোর গুষ্টর মুখে খু!—সামাল— (দুই জনে অস্ত্র চালনা। )