পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ দৃষ্ঠ ] রোমিও-জুলিয়েত । 86. ১ম পরি। এখন কোন দিক্ রাখি বল।-হেথা একবার – সেথা একবার করে করে দম্ বেকুলে যে - ভ্যাল মদ সৰ্ব এই ত হয়েছে, এইবার পায়ের ওপর পা দিয়ে বসে গুড়ক ফেঁাকে আর কি ! কপলতের প্রবেশ । কপ । ( অনুচরদিগের প্রতি )—ভাল মোর ভাই সৰ্বহাত চালিয়ে নে । ( নিম্ন স্ত। ) ( ঐক্যতীন বাদন ও বাউলের দলের সকলকার স্ব স্ব স্থান গ্রহণ ) ( প্রধম ঐক্যতান বাদন,-তার পর বাউলদের নাচ-গান ; পরে সকলে নিষ্কান্ত ।) ১ম অঙ্ক—৭ম দৃশ্য। ( বাহির ও অন্দর বাটীর সংযোজক বারাও— লণ্ঠনে ক্ষীণ আলোক ) রো। আহা ! কিবা দেখিলাম রূপূ ত সে নয় ! রূপে যেন সে মণ্ডল আলো করে আছে! নিশির প্রবণে যথা কিরণের ভুল কিম্বা শুামাঙ্গীর কর্ণে স্বর্ণের কুণ্ডল