পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃষ্ঠ ] রোমিও-জুলিয়েত । ፭ጓ স্বসারণী স্বৰ্য্য-রথে আপনি অরুণ, কষাঘাতে কেন না চালায় তুরঙ্গমে, আনি দেয় তমসাবসন তমশ্বিনী । আয় লে যামিনী সর্থী,—প্রিয় সহচরী, ছড়াইয়া দেলে তোর ঘন প্রাবরণ, দেশত্যাগী প্রবাসীরা যেন শীঘ্র তায় হয় তন্ত্র অভিভূত,—প্ৰাণেশ আমার প্রবেশে সহসা আসি এ ভূজ-লতায়— অলক্ষিত অন্তের-অন্যের অবিদিত ! আয়, সখি, সু-কৃষ্ণ বসন পরি তোর, ' ঢেকে দে আমার এই কপোলযুগলে মত্ত রুধিরের ক্রীড়া—অঞ্চলে লে তোর। এসো, প্রিয়তম, এসো-রজনীর দিবাতামসী নিশিতে তুমি প্রকাশে তেমতি দ্রোণপৃষ্ঠে হিমানী যেমতি ! এসে নিশি, প্রিয় সখি, দেখায়ে খামল স্কুরু-শোভা, দে আমারে, দে স্বজনি, প্ৰাণেশ্বর মম ! গত-আয়ু যখন হবে লো প্ৰাণেশ্বর রাখিস তাহার দেহ খণ্ড খণ্ড করি তারকার রূপে করি দেহের ভূষণ । তখন লো প্রিয়তম হবি এ ভূতলে, করিৰে না কেহ আর স্বৰ্য্যের অর্জন । এত সাধে প্রেম-অট্টালিকা করি ক্ৰয় এখনও হলো না ভোগ, কি বিরক্তিকর।