পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ゲ রোমিও-জুলিয়েত । প্রথম অঙ্ক ধাইয়ের প্রবেশ । ধাই। জুলিয়ে, তোমার মা ডাক্‌চে। রে। কে ডাক্‌চে ? ধাই। ওর মা ;-এ বাড়ীর গিন্নি।-কেও পারশ ?— ভাল ভাল! আহে এখনে এক্ট জলপাত্র যোটাতে পাল্লে না। — দ্যাথো একে যদি হাত।কত্তে পারে। আমি কে তা জানো ? - আমি এই জুলিয়ের ধাই-ওকে মানুষ করেছি। এতক্ষণ মজলিসে ওরই কথা বলাবলি হচ্ছিল ! এক্ট কথা কাণে কাণে বলি ( কাণের কাছে ) – এর মাবীপের ঢের টাকাকড়ি – এয়ে যার - সেও তার ! রেী { ইনি কপলত কন্যা - (স্বগত। ) দিতে হলো শেষ শক্ৰ হস্তে জীবনের হিসেব নিকেশ ! বেলুবলের প্রবেশ। বেন্থ । এই যে—সরে পড়ে, সময় হয়েছে। রে। আমিও জেনেছি মনে সময় হয়েছে, আমারও হৃদয়ে তাই এ বেগ ছুটেছে ! (জুলিয়েত এবং ধাত্রী ছাড়া আর সকলে নিদ্ধ স্তু।) ধাই মা, এ দিকে এসো,-কে উনি গা ? ধাই। উনি ত পারশ-রাজার মাস্তুতো ভাই। জু। ও কেন পারশ হবে- কি বলচে ধাই তুমি ? এ আলোতে ভালো বুঝি চিনতে পারো নাই। थाझे । ওমা, কি বলে গা, পারশূকে কি চিনি না,