পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ඕ ෆ রেী { মর { C፭፻ ! মর } রে" | #ब ।। রে; } মর । ፴፬ ! মর } রোমিও-জুলিয়েত প্রথম অঙ্ক ভাই, মন কিছুতেই সর্চে না আমার । কেন, শুনি বলে, দেখি কারণটা কি তার ? রেতে একটা স্বপন দেখে মন্‌টা আছে ভার। স্বপন তো আমিও দেখেছি। % কি স্বপন তোমার ? স্বপন আবার কি ? স্বপন তো ঝুটোই সব। না হে না, মিছে নয় যদি নিশি ভোরে স্বপ্ন দেখে৷ নাক ডাকিয়ে আধা ঘুমের ঘোরে। কাল রাত্রে তবে তোমায়ু “খুদেগিরি” ধরে। যাও যাও, আর কাজনি অতো রঙ্গ করে । না রোমিও, সত্যি বলুচি-আমার শোনা আছে বড় বড় দাড়িওয়াল মোল্লা কাজির কাছে । বালখিল্য পরি একজাত থাকে মধ্যাকাশে ; রাত্রি দিন খেলা করে বাতাসে বাতাসে। সন্ধ্যাকালে--ভোর-রেতে শিশির-ভেজা মাঠে— কচি কচি ঘাসের উপর ডোরা ডোর কেটে হাতে হাতে ধরাধরি দলে দলে মিশে ঘুরে ঘুরে নৃত্য করা বড়ই ভাল বাসে। আঙ্গুলের পর্ব মত ক্ষুদে ক্ষুদে তারা, কৌতুক করিতে ধরে কতই চেহারা। কখনও বা কুঁড়ী ফুলের পোকাটী যেমন ছল ক’রে দেখা দেয় তাহারি মতন, কিম্বা ভুড়ে জমীদারের আংটা শোভা-কর চুলের মতন ক্ষুদে যেমন নামের অক্ষর