পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ রোমিও-জুলিয়েত । [ छूडौञ्च श्रक ক। খুবড়ী বুড়ী থাম বলুচি-নয় এখান থেকে,যা। কার্দানি দেখাগে তো কল্পানীদের কাছে, যা ছেখেকে-হাদী। ক-পত্নী । ক { বড় বেশী রেগেচে । রাগবে না ? এ যে খেপে যাবার কথা । দিন নেই, রাত নেই, সন্ধ্যে কি সকাল অষ্টপোর অহৰ্নিশি ঘুমন্ত জাগ্রত সদা চিন্তা কিসে ওকে সুপাত্রকে দি ; এতকাল পরে পাই মুপাত্র এক্টউচ্চ বংশ, সন্ত্রান্ত, কুলীন, উচ্চ পদ, ধন অর্থ, জমিদারি, বাগান বাগচী, ঘর বাড়ী গাড়ী ঘোড় অঠেল অগাধ, সুপুরুষ সাহসী সুন্দর বুদ্ধিমান, নানা গুণে বিভূষিত, সমাজে মুখ্যাত, এ পাত্রকে লক্ষ্মীছাড়ী অাবাগী নিৰ্ব্বোধ, প্যান্‌পেনে কাজুনে ছুড়ী, বলে কি না "চাই না,” “ও বিয়ে করবো না আমি”, “প্রণয় হবে না” “আমি কচি খুকি আমায় অব্যাহতি দেও” – ভালো, না করিস বিয়ে আইবড়ো থাক্‌, তা হ’লে না হয় আমি করি সে মার্জন । কিন্তু এ বাড়ীতে মার পাবিনে থাকিতে ; যা খুসি-যেখানে ইচ্ছ—চরে খেগে যা। এই আমার সার কথা জানিস নির্যাস,-- ব্যঙ্গ পরিহাসে নাই আমার অভ্যাস । এখন দেখগে ভেবে, বুঝগে ভালো করে,