পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्छेौष्ठ्यां तांश्७छ् e s-সংখ্যক পত্রপরিচয় জষ্টব্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) কথাসাহিত্যিক শাস্তি ঐশাস্তিদেব ঘোষ শাস্ত্রী মহাশয় পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী (১২৮৫-১৩৬৪) শ্রদ্ধানগদ পূর্বনাম লালা মুন্সিরাম (১৮৫৫-১৯২৬), হরিদ্বারে গুরুকুল অাশ্রমের প্রতিষ্ঠাতা হেমলতা বেীমা (১৮৭৩-১৯৬৭) দ্বিপেন্দ্রনাথ ঠাকুরের পত্নী, আশ্রম-বালকদের বড়মা, লেখিকা সাময়িক পত্রে প্রকাশের সূচী রামানন্দ চট্টোপাধ্যায় এবং তার পরিবারবর্গকে লেখা রবীন্দ্রনাথের অধিকাংশ পত্র একদা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে কোনো কোনো পত্র একাধিকবার মুদ্রিত হয়েছে প্রবাসীতে এবং অন্তান্ত সাময়িক পত্রে। প্রকাশের একটি যথাসাধ্য তালিকা নীচে দেওয়া হল । প্রসঙ্গত উল্লেখযোগা, রবীন্দ্রনাথের জীবৎকালে এই-সব পত্রের প্রকাশকালে প্রবাসী-সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় চিঠিগুলির কিছু কিছু অংশ বর্জন করে মুদ্রিত করেন, কোনো কোনো চিঠি “অপ্রকাগু’ বলে চিহ্নিত করেন । বর্তমান সংকলনে পত্রগুলি যথাসম্ভব মূলানুযায়ী মুক্রিত, তবে কোনো কোনো স্থলে ব্যক্তিগত প্রসঙ্গ বর্জিত হয়েছে। এই সংকলনের প্রথম পত্রটি শাস্তাদেবীর ‘ভারত-মুক্তিসাধক রামানন্দ চট্টোপাধ্যায় ও অর্ধশতাব্দীর বাংলা গ্রন্থের পৃ ৬১ থেকে গৃহীত। & 0 \