পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

جيجيجيص 8 o » আর্য্যদর্শন। " جیسے سیاسی سے পৌষ ১২৮২ । নের জন্য যে গুলি অপরিহার্য্য, সেই পারেন । গণ এক সময় সুদূর পাশ্চাত্যে গমন ব্যবহার, নীতি, সাহিত্য এবং ধর্ম্ম পর্য্যন্তও শিক্ষা দিয়াছিলেন; যে ভারতবর্ষীয় অর্ঘ্যের শোণিত ইউরোপ, আমেরিকা, পারস্য, আৱব এবং মিসর প্রভৃতি দেশের অসংখ্য | অধিবাসীর শিরা সমূহে অদ্যাপি প্রবাহিত হইতেছে ;–সেই সকল জাতির গাত্রচর্ম্ম হিমানীসংসর্গে ধবলিতই হউক অথবা বিষুবর্ঘ্যের প্রখরতাপে কৃষ্ণবর্ণই হইয়। যাউক, তাহাদিগের মুখকাস্তিতে, তাছাদিগের অঙ্গ প্রত্যঙ্গে সেই আদিম জাতির ছাঁচ অদ্যাপি অঙ্কিত রহিয়াছে ; তাহাদিগের দ্বারা প্রতিষ্ঠাপিত সুসভ্য রাজ্য সকল একে একে ভূমির সহিত বিলীনই হউক, নব নব জাতি সেই ভষ্মরাশি হইতে সমুদ্ভুতই হউক, প্রাচীন নগরী সকলের স্থানে নব নব নগরী সকলই সংস্থাপিত হউক, তথাপি সেই আদিম জাতির অঙ্ক কাল ও ধ্বংসের যুগপৎ আক্রমণেও বিলুপ্ত হয় নাই ; সেই ভারত এবং সেই ভাৱতবৰ্ষীয় আর্য্যদিগের সন্ততিগণ যে ইংরাজ জাতির সহিত সমান স্বত্ত্ব ও অধিকার লাভের অনুপযুক্ত— একথা নিতান্ত অপ্রদ্ধেয় ! যে ভারত হইতে পুরাকালের যাবতীয় গুলিই কেবল গবর্ণমেন্ট স্বহস্তে রাখিতে | ভাষার (ইডিয়ম) ও প্রকৃতি সকল গৃহীত হইয়াছিল, সেই ভারতের সস্তুতিগণ আমাদের আরও একটা বক্তব্য আছে। । ব্রিটিশ প্রজাদিগের সমান স্বত্ব ও অধিকার যে ভারত এক দিন সমস্ত জগতের উপভোগের অনুপযুক্ত-একথা নিতান্ত শৈশব দোল ছিল ; যে ভারতের সন্ততি | অশ্রদ্ধেয়! : যে সংস্কৃষ্ট্রভাষার নব আলোচনা হেতু পূর্বক ইউরোপের অধিবাসীদিগকে ভাষা, ইউরোপে গ্রীক ও লাটিন ভাষা অধিক তর বোধগম্য হইয়াছে, সেই সংস্কৃতের জননী ভারতভূমির সন্ততিগণ ব্রিটিশ প্রজাদিগের সমান স্বত্ত্ব ও অধিকার ভোগের অনুপযুক্ত একথা নিতান্ত অশ্রদ্ধেয় ! যে সংস্কৃত ভাষা হইতে সমস্ত স্ক্লাভনিক এবং জার্ম্মানিক ভাষা সকল উৎপন্ন হইয়াছে, সেই সংস্কৃতের আবাসভূমি ভারতভূমির সন্ততিগণ ব্রিটিশ প্রজাদিগের সমান স্বত্ত্ব ও অধিকার ভোগের অনুপযুক্ত—একথা নিতান্ত অশুদ্ধেয় ! যে মনু মৈসর, হিব্রু, গ্রীক, রোমীয় এবং অন্যান্য ইউরোপীয় ব্যবহার শাস্ত্রের প্রাণদান করিয়াছেন, সেই লোকারাধ্য মনুর আবাসভূমি ভারতের অধি বাসীরা ব্রিটিশ প্রজাদিগের সমান স্বত্ত্ব ও অধিকার প্রাপ্তির অনুপযুক্ত—একথা নিতান্ত অপ্রদ্ধেয় ! যে ভারতের দর্শনেতিবৃত্তকে সমস্ত জগতের দর্শনেতিবৃত্তের সংক্ষিপ্ত বিবরণ বলা যাইতে পারে, সেই ভারতের প্রজারা ইংলণ্ডীয় প্রজার সমান স্বত্ব ও অধিকার ভোগের অনুপযুক্ত—একথা নিতান্তু ፵፶፮ጃ ! - - === = 冉 - - | |