পাতা:মোছলেম জগতের ইতিহাস.pdf/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোছলেম জগতের ইতিহাস l う8○ ছাজেদ ও আলী বংশ বিশেষ উল্লেখযোগ্য। তৎপরে ৯০ - খৃষ্টাব্দে ছামান বংশ ক্ষমতাশালী হইয় উঠে। BBBBBBB DBD SDBB BAASAASSAAAASSSSSSSSee খঃ আঃ–ট্রানসোস্কিয়ানা ও খোরাছানে ছামান বংশের প্রভুত্ব ছিল।* ইহারা ট্রান্‌সোক্সিয়ান এবং পারপ্তের পূর্বাংশে দৃষ্ট হইত। ইহারা প্রথমে বাগদাদের খলিফাগণের’ অধীনতা নাম মাত্র স্বীকার করিতেন কিন্তু অবশেষে স্বাধীন হইয়া উঠেন। বলথের "ছামান নামক জনৈক পারশিক আমীর হইতে এই বংশের নামকরণ হইয়াছে। ইনি খলিফা মামুনের রাজত্বকালে জারদস্তী ধৰ্ম্ম পরিত্যাগ করিয়া ইছলাম গ্রহণ করেন। ইহার চারি পুল্ল নানাবিধ সৎকাৰ্য্য দ্বারা খলিফার সন্তুষ্টি সাধন করিয়াছিলেন। তাহার প্রতিদান স্বরূপ খলিফা উহাদিগকে যথাক্রমে ছমরকনা, ক্ষরগণা, শান ও হিরাত প্রদান করিয়াছিলেন। এক্টরূপে ইহার ছামান রাজা প্রতিষ্ঠা করিতে সক্ষম হন । এই বংশের নৃপতিগণ শতাধিক বৎসর নিৰ্ব্বিঘ্নে রাজত্ব করিয়াছিলেন । আলপ্তগীন নামক জনৈক তুর্ক ক্রীত্বদাস তীক্ষ বুদ্ধিমত্ত দ্বার স্বীয় প্রভুকে সন্তুষ্ট করিয়া উচ্চ রাজপদে উন্নীত হইয়াছিলেন। আব্দুল মালেকের রাজ্যভিষেক sكتجسيدعيتجيكصصة পারষ্ঠদেশে দশম শতাব্দীতে ছামান বংশ ব্যতীত বুয়োয় ষংশও বহুকাল যাবৎ আত দক্ষতার সহিত রাজত্ব করিয়াছিলেন। আরসোজা বুয়োয় হইতেই এই বংশের উৎপত্তি। ই হারা ছামানগণকে যুদ্ধে সাহায্য কয়িয়াছিলেন। রোকনদ্দৌলার রাজত্বকালে ইস্পাহান এবং মায়েজদ্দৌলার সময়ে বাগাদ ইহাদের হস্তগত হয়। খলিফা মোছাতাকৃফি মায়েজদ্দৌলাকে ছোলতান ও আমিরুল ওমর আখ্যা প্ৰদান করিয়াছিলেন। মায়েজ মোছেলের হামাদান বংশের আক্রমণ প্রতিরোধ করেন । ই হার বংশধরগণ অতি দক্ষতার সহিত বাগদাদ শাসন এবং উহার উন্নতি সাধন স্বরিয়াছিলেন । ইহাদের রাজত্ব পারষ্ঠোপসাগর হইতে কাম্পিয়ান সাগর পর্য্যস্ত বিস্তৃত ছিল। • ক্রমে ইহার দুৰ্ব্বল হইয়া পড়েন ।