পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१० অবাকৃপুরদর্শন । তুলিয়া আমার সম্মুখে বসাইলাম। র্তাহার শরীর রক্ষকেরাও তাছার চতুর্দিকে দাড়াইল । ভোজন ব্যাপার আরম্ভ হইল। রাজার কোষাধ্যক্ষও তথায় উপস্থিত ছিলেন । আমি দেখিলাম যে তিমি আমার প্রতি অসন্তোষ দৃষ্টিপাত করিতেছেন, কিন্তু আমি তাহা গ্রাহ্য না করিয়া পূর্ব্বাপেক্ষা আরও অধিক পরিমাণে ভক্ষণ করিতে লাগিলাম। অধিক ভক্ষণ করিবার দুইটি কারণ ছিল, প্রথমতঃ আমার দেশের লোকদের আহার দেখাইবার জন্য ও দ্বিতীয়তঃ সকলকে চমৎকৃত করাইবার জন্য । কোষাধ্যক্ষ প্রথমাবধিই আমার বিপক্ষ, কেবল মুখে কিঞ্চিৎ আদর জানাইতেন । তিনি সম্রাটকে বলিতে লাগিলেন এক্ষণে ধনাগারের ਬਚ দুরবস্থা এবং আমার খাদ্যের নিমিত্ত প্রায় দেড় কোট মুবর্ণ মুদ্রা ব্যয় হুইয়। গিয়াছে। অতএব যত শীঘ্র সুবিধা হয় আমাকে এদেশ হইতে বর্হিভূত করাই শ্রেয়ঃ । কোষাধ্যক্ষের স্ত্রী আমাকে বড় ভাল বাসিতেন । তিনি মধ্যে মধ্যে আমাকে দেখিতে আসিতেন । কোষাধ্যক্ষ ইছ। শুনিয়া তাহার সহধর্ম্মিণীর প্রতি অত্যন্ত বিরক্ত হইলেন । কতকগুলি মন্দলোক র্তাহাকে বলিয়াছিল যে র্তাহার স্ত্রী আমাকে অত্যন্ত ভাল বাসেন ও একদিন গোপনে আমার গৃহে আসিয়াছিলেন । ইহা সমুদায়ই মিথ্যা, তাছার স্ত্রী আমাকে বন্ধুভাবে ভাল বাসিতেন তাহা সত্য, কিন্তু তিনি