পাতা:ললিত সৌদামিনী - তারক নাথ.pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ । * * S গিরিবtল রোদন করিতে করিতে কহিলেন “যদি এক জনের চোক আর এক জনকে দেওয়া যেত তা হলে মাথার উপর ঈশ্বরই জানেন আমার চোক এখনই তোমাকে দিতাম। কিন্তু তা যেখানে হবার যো নাই সেখানে যাতে একজনের চোক ইজনের হয় তাই কোরব। তুমি যেমন আমাকে সব বিষয় বুঝাইয়া দাও আমি তেমনি তোমাকে য যখন দেখতে পাই বলে দেব ।” - কেশব কহিলেন “আমার আর এক ভয় হচ্চে, গিরিবালা, আমি অন্ধ হলেম, তুমি আর এখন আমাকে ভাল বাসবে ন। কানা বোলে ঘৃণা কোরবে ।” I গিরিবালা দুই হস্তে কেশবের পদদ্বয় ধারণ করিয়া “এমন কথা মুখেও এনে না। পূৰ্ব্বে আমি কখন কখন রাগ কোরতাম কখন কখন অভিমান কোরতাম কিন্তু এখন আর আমার তা কখনই ইচ্ছা হবে না। আমি দেবতার স্থানে এই ভিক্ষা চাই যেন জন্ম জন্ম তোমার মত স্বামী পাই । " কেশব কহিলেন “ সে তুমি ভাল বাস বলে যা বল। আমার মনের কথা এই, গিরিবালা যে তোমার ন্যায় পত্নী বুঝি আর পৃথিবীতে নাই । ” গিরিবালা আর কথা কহিতে পারিলেন না । স্বামীর নিকট বসিয়া উচ্ছাসিয়া রোদন করিতে লাগিলেন।