পাতা:উপকথা.pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ ইন্দিয় । স্থিনি নিকটে আসিলেন, আমি তাহকে কছিলাম, আমার নিকটে জালিবেন না। আপনার একটি ভ্রম জরিয়াছে দেখি । ভেছিঃ হাসিতেই আমি এই কথা বলিলাম এবং বলিতেই , কবরীমোচন পূর্বক (সত্য কথা না বলিলে কে এ ইতিহাস ঃ বুঝিতে পারবে ?) আবার বাধিতে বসিলাম, “ আপনার একটি ভ্ৰম জ্বশ্বিয়াছে ! আমি কুলটা নহি । আপনার নিকটে দেশের সম্বাদ শুনিব বলিয়াই আসিয়াছি। অসৎ অভিপ্রায় কিছুই । नाई ” . - - • বোধ হয়, তিনি এ কথা বিশ্বাস করিলেন না। অগ্রসর হইয়া বসিলেন । আমি তখন হাসিতেই বলিলাম, “তুমি কথা শুনিলে না, তবে আমি চলিলাম। তোমার সঙ্গে এই সাক্ষাৎ,” এই বলিয়া আমি গাত্ৰোখান করিলাম । আমি সত্য সত্যই গাত্ৰোখান করিলাম দেখিয়া তিনি-ক্ষুণ্ণ হইলেন ; আসিয়া আমার হস্ত ধরিলেন । আমি রাগ করিয়া হাত ছুড়িয়া ফেলিয়া দিলাম, কিন্তু হাসিলাম, বলিলাম, “ তুমি ভাল মাহুষ নও। আমাকে ছুইও না। আমাকে কুশচরিত্রা মনে করিও না ।” । o এই বলিয়া আমি দ্বারের দিকে অগ্রসর হইলাম। স্বামী— অদ্যপি সে কথা মনে পড়িলে দুঃখ হয়—তিনি হাত যোড় । করির ডাকিলেন, “ আমাকে রক্ষা কর, রক্ষা কর, যাইও না । । আমি তোমার রূপ দেখিয়া পাগল হইয়াছি। এমন্ত্র রূপ আমি কখৰ দেখি নাই।" আমি আবার ফিরিলাম--কিন্তু বসিলাম । * না—বলিলাম, প্রাণাৰিক আমি কোন ছার, আমি যে তোমা হেন রত্ন ত্যাগ করিয়া যাইতেছি, ইহাতেই আমার মনের দুঃখ । বুৰঞ্জণ কিন্তু কি কৱিৰ? ধৰ্ম্মই জামাদিগের এক মাত্র প্রধান