পাতা:ডেপুটির জীবন - গিরিশ চন্দ্র নাগ.pdf/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডেপুটীর জীবন। ৫ ৫৯১ AAAAAS AAAAA AAAA AAAAMAMMM eAMAAASAASAASAASAASAASAASAAASJJ EJSE AAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAA AeE AAAA AAAAAS SASAAAAAS AA SAASAASAASAASAASAASAAAS Servants' otoio রাখিলাম । দিল্লী হইতে কালকা পৰ্য্যন্ত পথ আমার নিকটও নূতন। রাস্তায় খুব গরম বোধ হইল। কিন্তু স্বভাবের শোভা ও নূতন নূতন দৃশ্ব দেখিয়া আমোদই উপভোগ করিলাম। সকাল বেলা ( প্রায় ৭॥টার সময় ) কালকা ষ্টেশনে পহুছিলাম। এই ষ্টেশন হিমালয়ের ঠিক পাদদেশে অবস্থিত। এখানেই সমতল ভূমি শেষ হইয়াছে এবং হিমাচলের ascent বা ক্রমোচ্চতা আরম্ভ হইয়াছে। যখন সুপ্তোথিত অবস্থায় প্রভাতের আলোকে কালকা ষ্টেশনে । অবতরণ করিলাম, তখন কিযে অপূর্ব শোভা নয়নপথে পতিত হইল তাহা বর্ণনা করা দুঃসাধ্য। দক্ষিণে তরুবিহীন। প্রকাণ্ড প্রান্তর। উত্তরে গিরিরাজ তাহার বিরাট মহিমায়। দণ্ডায়মান, তাহার বনরাজি নীল অঙ্গ আকাশ ভেদ করিয়া, ক্রমে উচ্চে উঠিতেছে । তাহার বক্ষে কত শৃঙ্গ, গহবর, প্রস্রবণ, ক্ষীণ সরিৎ, ওষধি ও বনস্পতি। উচ্চতম শৃঙ্গ নিচয় চিরতুষার মণ্ডিত, তরুণ ভানুকিরণস্পর্শে স্বর্ণাভ, আবার দীপ্ত সৌরকিরণসম্পাতে দুগ্ধফেণনিভ শুভ্ৰ। শৃঙ্গের পশ্চাতে উচ্চতর শৃঙ্গ, যেন বিশ্বস্রষ্টার শত সিংহাসন সেখানে পাতা রহিয়াছে। এই বিচিত্র রচনা কৌশল দর্শনে কোন মানুষ রচয়িতার অস্তিত্ব ও বৈভবের কথা না ভাবিয়া থাকিতে পারে ? সেই অসীমের অসীমতা আপনিই হৃদয়ে জাগিয়া উঠে। কালকা হইতে পৃথক এক ক্ষুদ্রতর গাড়ীতে উঠিয়া ক্রমে, উদ্ধে অগ্রসর হইতে লাগিলাম। রেইলপথ আঁকা বাকা হইয়া,