পাতা:কোরাণ শরিফ - দ্বিতীয় ভাগ.pdf/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা শঅর । १२१ তাহার নিকট তাহাদের গ্রীব। নত হইত। ৪ ঈশ্বর হইতে তাহাদের নিকটে (এমন) কোন নূতন উপদেশ আসে নাই যে তাহার তাহাহইতে বিমুখ হয় নাই। ৫। অনন্তর তাহারা অসত্যারোপ করিয়াছে, অবশেষে যাহার। তাহার প্রতি উপহাস করিতেছিল সত্বরই তাছাদের নিকট তাহার তত্ত্ব সকল আসিবে * ৷ ৬ ৷ তাহারা কি পৃথিবীর দিকে দৃষ্টি করে না যে আমি তাহাতে সকল উত্তম প্রকারের কত উৎপাদন করিয়াছি । ৭ নিশ্চয় ইহার মধ্যে এক নিদর্শন আছে, এবং তাছাদের অধিকাংশই বিশ্বাসী নহে । ৮ । নিশ্চয় তোমার প্রতিপালক হে ( মোহম্মদ, ) তিনি পরাক্রমশালী দয়ালু ৷ ৯ ৷ (র, ১ ) এবং ( স্মরণ কর) যখন তোমার প্রতিপালক মুসাকে ডাকিলেন যে, “তুমি অত্যাচারী দলের নিকট যাও ণ । ১০ + ফের ওণের দল, তাহারা কি ধৰ্ম্মভীরু হইতেছে না?” ১১। সে বলিল “ হে আমার প্রতিপালক, নিশ্চয় জামি ভয় পাইতেছি যে তাহার। আমার প্রতি অসত্যারোপ করিবে । ১২ । এবং আমার বক্ষ সঙ্কুচিত হইতেছে ও আমার রসনা সঞ্চালিত ইহাতেছে না, অতএব হারুণের প্রতি ( প্রত্যাদেশ ) প্রেরণ কর । ১৩ । এবং তাহাদের সম্বন্ধে আমার প্রতি কোন আপরাধ আছে, অতএব আমি শঙ্কিত আছি যে তাহারা আমাকে বধ করিবে।” । ১৪ । তিনি বলিলেন “এরূপ হইবে না, অনন্তর তোমরা দুই জন আমার নিদর্শন


لـہے۔ے۔

  • "সত্বরই তাহার তত্ব সকল আসিবে” অর্থাৎ শীঘ্ৰ ভজন্য তাহাদিগকে পরি

তাপিত হইতে হুইবে । (ত, হে, ) 劇 ক্ষেরওণ ও তাহার অনুবৰ্ত্তি কিবর্তিজাতি অত্যাচারী দল, যেহেতু তাহার। আপন ৰমের প্রতি ও বনি এস্রায়েলের প্রতি অত্যাচার করি ছিল ( )