পাতা:জীবনীকোষ-ভারতীয় পৌরাণিক-দ্বিতীয় খণ্ড.pdf/৮৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনী-কোষ—ভারতীয় পৌরাণিক। । ››ቖ » সরস্বতীর প্রতি অশোভন ব্যবহার | করিতে উদ্যত হইলে শিব তাহাকে শর-বিদ্ধ করেন । [ ব্ৰহ্মা-( ২২৯ ) দেখ ] ব্ৰহ্মা শিব-শর-বিদ্ধ হইয়া গতায়ু হইলে ব্ৰহ্মপত্নী গায়ত্রী ও সরস্বতী শোকাকুলা হইয়া পতির প্রাণ-সিদ্ধির জন্য গন্ধমাদন পৰ্ব্বতে যাইয়া তপস্তায় প্রবৃত্ত হইলেন । সুদীর্ঘকাল তাহার। তথায় অবস্থান করিয়া অতি তীব্র তপস্তা করিলে শিব তাহদের প্রার্থ নায় ব্রহ্মার প্রাণদান করিলেন । তদবধি শিবের নির্দেশে গায়ত্রী ও সরস্বতীর তপস্যার স্থানে তাহদের নামে দুইটা প্রসিদ্ধ তীর্থ হইয়াছে । স্কন্দ-ব্ৰহ্ম-সেতু-৪০ । (৬) “ধরাতলে সকল দেবতারই তীর্থ আছে কেবল আমারই কোন তীর্থ নাই” এইকথা মনে করিয়া পিতামহ ব্রহ্মা নিজ নামীয় এক তীর্থ স্থাপনের উদ্দেশ্যে এক সৰ্ব্বরত্নময়ী শিলা ধরাপৃষ্ঠে নিক্ষেপ করিলেন। ঐ শিলা চমৎকারপুরে পতিত হইলে পিতামহ তথায় গমন করিয়া সেই চমৎকারপুর-ক্ষেত্রেই নিজ নামীয় তীর্থ প্রতিষ্ঠা করিবার মনস্থ করিলেন । অতঃপর পিতামহ তথায় এক পবিত্র জলের হ্রদ স্বষ্টি করিতে মনস্থ করিয়া নিজ কন্যা সরস্বতীকে স্মরণ করিলেন । সরস্বতী স্মরণমাত্র পাতালতল দিয়া বাহিত হইয়া চমৎকারপুরের ভূমিতল ভেদ করিয়া এবং সেই جا : ؛ سه داغ د: শিলাও ভেদ করিয়া তথায় উপস্থিত হইলেন । পিতামহ সরস্বতীকে অবলোকন করিয়া তাহাকে বলিলেন, “তুমি এই স্থানে আমার নিকটে সৰ্ব্বদা অবস্থান কর । আমি ত্রিসন্ধ্যা তোমার জলে তৰ্পণ করিব।” সরস্বতী ব্ৰহ্মার কথা শুনিয়া অতিশয় ভীত হইয়া বলিলেন, “দেব, আমি জনসংস্পর্শ ভয়ে সৰ্ব্বদা পাতালে বাস করি। কোনও মতে ভূতলে আগমন করি না। অথচ আমি আপনার আদেশ ও লজঘন করিতে পারি না। সুতরাং আপনি সকল বিষয় বিবেচনা করিয়া যথাবিহিত ব্যবস্থা করুন।” তখন ব্রহ্মা সরস্বতীর অবস্থানের জন্য তথায় এক হ্রদ খনন করিলেন। তখন সরস্বতী সেই হ্রদে আশ্রয় লইলেন। অতঃপর পিতামহ মহাভয়ঙ্কর সর্পগণকে সেই হ্রদে স্থাপন করিয়া বলিলেন “তোমরা অবহিত হইয়া হ্রদ রক্ষা কর। দেখিও কেহ যেন সরস্বতীর দেহ স্পর্শ না করে।” স্কন্দ-নাগ-৪• । (৭) বিষ্ণুর আদেশে সরস্বতী বাড়ব-অগ্নিকে সাগরাভিমুখে বহন করিয়া লইয়া যান । সরস্বতী প্রথমে বাড়বের বাহন হইতে সম্মত হন নাই । তিনি পিত্রাদেশ ব্যতিরেকে গমন করিতে অসম্মত হওয়াতে বিষ্ণু ব্ৰহ্মার সমীপে গমন করিয়া সরস্বতীকে গমন করিতে দিতে অনুরোধ করেন। ব্ৰহ্মা দেবকাৰ্য্যের জন্ম