পাতা:জীবনীকোষ-ভারতীয় পৌরাণিক-দ্বিতীয় খণ্ড.pdf/৮৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>2b*ア কান্তিমতীর প্রতি অসঙ্গত ব্যবহার করেন। তাহাতে গালবমুনির অভিশাপে সুকর্ণকে মনুষ্য-যোনিতে জন্মগ্রহণ করিতে হয় । সেই মনুষ্য-জন্মে তাহার নাম হয় অশোকদত্ত । পরে বিজ্ঞপ্তিকৌতুক নামক বিষ্ঠাধর-পতির সাক্ষাৎ কার লাভ কৰিয়া তিনি শাপমুক্ত হন। স্কন্দ-ৱন্ধ-সেতু-৮ । মুকণিকা—অঙ্গরা বিশেষ । স্কন্দকাশী-পূ-১ । মুকণী—বিদ্যাধরী বিশেষ। সে শাপগ্ৰস্ত হইয়া নাগরাজ ধৃতরাষ্ট্রের কন্যারূপে জন্মগ্রহণ করে । তখন তাহার নাম হয় ললিতা। স্কন্দ-ব্ৰহ্ম-সেতু-৪ । ললিতা ও মৃগাবতী দেখ। সুকৰ্ম্ম—দেবযোনি বিশেষ । তাহার পত্নী কীৰ্ত্তি দেবী আদ্যাশক্তির অন্যতম৷ অংশভূত। ছিলেন । ব্রহ্মবৈ-প্রকৃ-১ । দেবীভা-৯ঙ্ক-১ । সুকৰ্ম্মা—(১) সংহিতাকার স্বত্বার তনয় । তিনি পিতার নিকট হইতে যজুৰ্ব্বেদ প্রাপ্ত হইয়া স্বৰ্য্যতুল্য প্রদীপ্ত সহস্র শিষ্যকে তাহ অধ্যয়ন করান । সুকৰ্ম্ম যেদিন শিষ্যগণকে অধ্যাপনা করেন, সেই দিন অনধ্যায় ছিল । তজষ্ঠ ইন্দ্র ক্রুদ্ধ হইয়া স্বকৰ্ম্মার শিস্যগণকে বিনাশ করেন । সুকৰ্ম্ম শিষ্য গণের শোকে প্রায়োপবেশন অবলম্বন করিলে, ইক্স তাহাকে এই বর দিলেন যে তাছায় ছুইটি মহাবীৰ্য্য মহাপণ্ডিত জীবনী-কোষ—ভারতীয়-পৌরাণিক । শিষ্য হইবে এবং ঐ শিস্যদ্বয় সহস্র সংহিতা অধ্যয়ন করিবেন। ইন্দ্র-সমীপে ঐ বরদ্বয় লাভ করিয়া সুকৰ্ম্মার ক্রোধ ও শোক শাস্তি হয়। ইন্দ্র-বর-লব্ধ ঐ শিস্যদ্বয়ের নাম পোস্যঞ্জি ও হিরণ্যনাভকৌশিল্য । বায়ু-৬১ ৷ ব্ৰহ্মা-৬৭ ৷ ভাগ-১২স্ব-৬। হিরণ্যনাভ দেখ। (২) সংহিতাকার জৈমিনীর পুত্র স্বমন্ত ও পৌত্র স্বকৰ্ম্ম । তাহারা উভয়ে জৈমিনীর সমীপে এক এক সামবেদ শাখা অধ্যয়ন করেন। অতঃপর র্তাহারা সেই অধীত শাখাদ্বয়কে এক সহস্ৰ-সংহিতায় বিভক্ত করেন । সুকৰ্ম্মার কৌশল্যহিরণ্যনাভ ও পৌষ্পিঞ্জি নামক শিস্যদ্বয় ঐ সহস্র সংহিতা অধ্যয়ন করেন। বিষ্ণু-৩য়-৬ । (৩) যদু-বংশীয় শ্বফন্ধের অন্যতম পুত্র সুকৰ্ম্ম । শ্বফল্ক দেখ। (৪) কুণ্ডলের পুত্র সুকৰ্ম্ম জগতে অৰ্ব্বাচীন ও পরাচীন অবগত ছিলেন । জগতে র্তাহার দ্যায় মহাজ্ঞানী আর কেহই ছিলনা। তিনি কখনও কাহকেও কিছু দান করেন নাই, অথবা কখনও হোমযজ্ঞাদি সম্পাদন করেন নাই । তিনি কোন তীর্থপর্য্যটন করেন নাই এবং অগ্নিহোত্রও ছিলেন না । তিনি কেবল পিতৃমাতৃ-পরায়ণ, সত্যধৰ্ম্মান্বিত এবং জ্ঞানামুশীলনে নিরত ছিলেন । এই সমুদয় পুণ্য কার্য্যের প্রভাবেই তিনি স্বর্গে গমন করিতে সমর্থ হন। পদ্ম-ভূমি-৬১-৬৩ ; ৭৪