পাতা:জীবনীকোষ-ভারতীয় পৌরাণিক-দ্বিতীয় খণ্ড.pdf/১০৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনী-কোষ—ভারতীয়-পৌরাণিক। এক ঔরসপুত্র প্রার্থনা করেন। কিন্তু । মহাদেব তৎপরিবর্তে অন্ধক নামক । র্তাহার পুত্ররূপে প্রদান । অসুরকে করেন। হিরণ্যাক্ষ অন্ধককে পুত্র i | | | রূপে লাভ করিয়া, তাহাকে লইয়া । দেবগণকে যুদ্ধে পরাজিত করেন এবং ধরিত্রীকেও পাতালে লইয়া যান। তখন দেবগণের প্রার্থনায় বিষ্ণু, বরাহমূৰ্ত্তি ধারণ করিয়া, হিরণ্যাক্ষের বধসাধন পূর্বক ধরিত্রীকে উদ্ধার করিয়া দেবগণ সমীপে স্থাপন করিলেন । শিব-ধৰ্ম্ম ৪ কূৰ্ম্ম-পূ-১৬ । (৪) হিরণ্যকশিপু নৃসিংহদেব কর্তৃক নিহত হইলে, হিরণ্যক্ষ দৈত্যদিগের অধিপতির পদে প্রতিষ্ঠিত হন। কুৰ্ম্ম-পূ-১৬ । সৌর-২৯ । (৫) দৈত্যপতি হিরণ্যাক্ষের পুত্ৰগণের নাম (ক) অন্ধক, শকুনি, কালনাভ, মহানাভ স্বনদ-প্রভা বিক্রান্ত ও ভূতস স্থাপন । अ কালনাভ, মহানাভ, স্ত পন, বৃক, হরিশ্মশ্র ও উৎকচ। এই পুত্ৰগণ দিগ্নি জয়া প্রহ্লামের সহিত যুদ্ধে নিহত হন। ऋन्-नf१-२२२ | হিরণ্যাক্ষ এবং নিশুম্ভ, এই রাক্ষসেরা শকুনি দেখ (গ) উৎকুর, শকুনি, পাতালের ৬ষ্ঠ তলে বাস করিতেন । দেবীপু-৮২ ৷ বায়ু । গগ-বিশ্ব-৩২ | ভূতসন্তাপন, মহামাভ, মহাবাহু ও কালনাভ। বিষ্ণু-১ম-২১ । ঘ শকুনি, শম্বর, ধৃষ্টি, ভূতস স্থাপন, স্ট্রক, কালনাভ, মহানাভ, হরিশ্মশ্র ও উৎকচ । ভাগ-৭স্ক-৯ | (৪) উৎকুর, শকুনি, ভূতসন্তাপন, ৬ ৭ } ২১৯১ মহানা ভ, মহাবাহু ও কালনাভ । গরুજૂ૭ | (5) উর্জর, শকুনি, ভূতসন্তাপন, মহানাভ ও কালন ভ। ব্ৰহ্মপু-৩ । (৬) হিরণ্যাক্ষ যৌবনকালেই বরাহরূপধারী বিষ্ণু কর্তৃক নিহত হন। সেই সময়ে র্তাহার সন্তানাদি কিছুই হয় নাই। ব্ৰহ্মবৈ-ব্রহ্ম-৯ । (৭) হিরণ্যাক্ষের তনয় মহিষাসুর । স্কনদ-নাগ-১১৯ । (৮) সত্যযুগে স্বায়স্তুব মমুর হিরণ্যাক্ষ নামে এক দানব পুত্র জন্মে। ইন্দ্রের প্রার্থনায় মহাদেব তাহাকে বধ করেন । স্কন্দনাগ-১২২ । (৯) হিরণ্যাক্ষ দামৰপতির অনুরোধে পিতামহ এই বিধান করেন যে, ভাদ্রমাসের চতুর্দশীতে প্রেতপক্ষে যে কোনও মানব পিতৃগণ উদ্দেশ্যে শ্রাদ্ধ প্রদান করিবে, তাহা ভূত, প্রেত ও রাক্ষসদিগের হইবে। তদ্ভিন্ন _ যাহাঁদের অপমৃত্যু অথবা রণক্ষেত্রে প্রভা-২১ । (খ) শকুনি, শঙ্গর, হৃষ্ট, ভূত । প্রাণনাশ হইবে, তাহদের সস্তানগণও যদি ঐৰূপ শ্রাদ্ধ প্রদান করে, তাহা হইলেও প্রেতগণ তৃপ্তি লাভ করিবে । (১০) কালনেমী, (১১) কশ্যপ তনয় হিরণ্যক্ষ, বৈশ্বানর দানবের কন্যা উপদানবীকে বিবাহ করেন। ভাগ (১২) বসুদেবের অমুজ وع - يَة وث শুমকের অন্যতম পুত্র ; ভাগ-৯স্ক-২৪ । (১৩) পাতালের পঞ্চমতলে হিরণ্যাক্ষ