পাতা:দশমহাবিদ্যা - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থকারের বিজ্ঞাপন । 嘯 محسساتحه نمونه این همساحبسته | ইহাতে গুটিকত নূতন ছন্দ বিন্যস্ত হইয়াছে। সেগুলি কোনও সংস্কৃত, অথবা প্রচলিত বাঙ্গালা | ছন্দের অবিকল অনুকরণ নহে। আপাততঃ দুই একটকে কোন কোন সংস্কৃতছন্দের অনুরূপ বলিয়া মনে হইতে পারে, কিন্তু প্রকৃত প্রস্তাবে তাহদের গঠনপ্রণালী এবং লক্ষণ অন্যরূপ । সেই সকল ছন্দের অক্ষরযোজন এবং আবৃত্তির নিয়মসম্বন্ধে এখানে বিশেষ কিছু বলিবার আবশ্যকতা নাই; কিঞ্চিং মনোনিবেশ করিলেই তাহ সহজে বুঝা যাইবে । অপিচ, কতিপয় ছন্দের নিম্নভাগেসেবিষয়ে কিছু কিছু আভাস দেওয়া হইয়াছে, এবং ছন্দোবিশেষে দীর্ঘ উচ্চারণের স্থান নির্ণয় জন্য মাত্রার উপরিভাগে গুরুতাজ্ঞাপক (—) এইরূপ চিহ্ন প্রদর্শিত হইয়াছে। তাহাতে অন্য দোষের ংশোধন না হউক, সেই সকল ছন্দর গঠন বুঝিবার এবং পাঠ করিবার সুবিধা হইবে, মনে করিয়াছি। | | * .