পাতা:পদ-চারণ - প্রমথ চৌধুরী.pdf/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ফল্‌সে গুল্‌মে ময়্‌সে তৌবা?

বসন্ত এনেছে সঙ্গে পাঁচরঙা ফুল,
মখ্‌মলে কিংখাবে কেউ জবরজঔ,
ঠোটে গালে রঙ মেখে কেউ সাজে সঙ,—
বসন্তে বাসস্তী সুরা রঙেতে অতুল।
বসন্ত এনেছে সঙ্গে নানাগন্ধ ফল,
কেউ তীব্র, কেউ মুক্ত, কারো মিশ্র ঢঙ,
কেউ গুরু গন্ধগবে একেবারে টঙ,—
মধুগন্ধে শীধু তুমি একেলা অতুল।

এস সখি স্ফটিকের সুরাপাত্র ভরি,
রূপরসগন্ধ-সার শুষে পান করি।
ওকি কথা? কার ভয়ে হও তুমি ভীতু?
সুরাপানে পাপ হবে?—হোক্‌না তাইবা।
জীবনে কদিন আসে কুসুমের ঋতু?
ফল্‌সে গুল্‌মে ছি ছি ময়্‌সে তৌবা?

২৭শে অক্টোবর, ১৯১২।